চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানা গোল চত্বরের পাশে মোটরসাইকেলের বিকট আওয়াজেকে কেন্দ্র করে দুই গ্রুপের মারামারিতে ছুরিকাঘাতে এক তরুণের মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছেন আরও একজন।
রোববার (৯ জুন) ভোর রাত ৪টায় এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মনিরুজ্জামান রাফি (২৫)। তিনি বন্দর থানার মধ্যম হালিশহর এলাকার বাকের আলী ফকিরের টেক মালুম বাড়ির বাসিন্দা। আহত অপর যুবকের নাম মো. রায়হান (২৬)। তিনিও একই এলাকার বাসিন্দা।
স্থানীয় একাধিক বাসিন্দারা জানান, গভীর রাতে উভয় গ্রুপই পতেঙ্গা সৈকত এলাকায় ঘুরতে যায়। একপর্যায়ে সৈকতের গোলচত্বর এলাকায় মোটরসাইকেলের সাইলেন্সার পাইপে শব্দ করাকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। বিষয়টি তাৎক্ষণিক সমাধান হলেও একপক্ষ প্রতিশোধের অপেক্ষায় টানেলের মুখে অবস্থান নেয়। পরবর্তীতে আবারও তাদের মধ্যে মারামারি হয় এবং ছুরিকাঘাত করলে রাফি এবং রায়হান গুরুতর আহত হয়।
বিষয়টি নিশ্চিত করে পতেঙ্গা থানার এসআই সুজন বলেন, স্থানীয়রা তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে রাফিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পতেঙ্গা থানায় ৪ জনকের জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে বলে থানা সূত্রে জানা যায়। জিজ্ঞাসবাদের জন্য থানায় নেওয়া চারজন হলেন মো. শাহরিয়ার আহমেদ (২০), তাহরিয়ার আহমেদ বাঁধন (২০), মারুফ চৌধুরী (২১) এবং মো. জুবায়ের বাশার (৩৪)।
দৈনিক পূর্বকাল/ এইচডি