পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক পদে নিযুক্ত হয়েছেন বিশিষ্ট ব্যাবসায়ী সঞ্জয় কুমার সাহা। সম্প্রতি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সাক্ষরিত চিঠিতে ভবানীপুরের এই সন্তানকে কৃষি বিষয়ক সম্পাদক পদে নিযুক্ত করার কথা জানানো হয়।
চিঠিতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটিতে এই শূন্যপদে মনোনীতকরণ প্রসঙ্গে বলা হয়, দলীয় প্রধানের নির্দেশ মোতাবেক কার্যনির্বাহী কমিটির সকল শূন্য পদ পূরণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বর্ধিত সভায় সিদ্ধান্ত মোতাবেক সঞ্জয় কুমার সাহাকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির শূন্য কৃষি বিষয়ক সাম্পাদক পদে মনোনীত করার কথা বলা হয়।
চিঠিতে সভাপতি ও সাধারণ সম্পাদক কমিটির মনোনীত দায়িত্বপ্রাপ্ত নেতা হিসেবে নিষ্ঠা, শৃঙ্খলা ও সততার সাথে স্ব-স্ব দায়িত্ব পালনে সচেষ্ট এবং সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় স্মার্ট যুক্তরাষ্ট্র আওয়ামী লীগে পরিণত হবে বলে আশা প্রকাশ করেন।
জানা গেছে, সঞ্জয় কুমার সাহা ইতিপূর্বে ফ্লোরিডা ষ্ট্রেট যুবলীগের সভাপতি হিসেবে সৎ ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। এছাড়া হিন্দু বেংঙ্গলী সোসাইটি অফ ফ্লোরিডার সভাপতি হিসেবেও তিনি দাযিত্ব পালন করে আসছেন।
এদিকে এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক পদে নিযুক্ত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে কে ধন্যবাদ জ্ঞাপন করেছেন আওয়ামী রাজনীতির পরিছন্ন প্রতিমূর্তি,সাবেক ছাত্রনেতা, প্রতিষ্ঠিত ব্যবসায়ী সঞ্জয় কুমার সাহা।