শনিবার, আগস্ট ৩০, ২০২৫
spot_img

ভারতের খাল থেকে হাড়গোড় উদ্ধার ডিএনএ পরীক্ষা জানা যাবে আনারের কিনা

আনোয়ারউল আজিম খুনের তদন্তে দীর্ঘ ২০ দিনের তল্লাশির পর অবশেষে ভাঙড়ের খাল থেকে উদ্ধার হল হাড়গোড়। সিআইডির এক বিবৃতিতে জানানো হয়েছে, ধৃত সিয়াম হোসনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের সময় তার নির্দিষ্ট করা জায়গা থেকে হাড়গোড় উদ্ধার হয়েছে। তার মধ্যে বেশ কয়েকটি মানুষের হাড় রয়েছে বলে চিহ্নিত করেছেন ঘটনাস্থলে উপস্থিত জিরানগাছা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের মেডিক্যাল অফিসার ও কেন্দ্রীয় ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির বিশেষজ্ঞরা। দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের কৃষ্ণমাটি গ্রামের বিজয়গঞ্জ বাজার লাগোয়া বাগজোলা খালের দক্ষিণ-পূর্ব পাড় থেকে উদ্ধার হয়েছে হাড়গুলি। উদ্ধার হওয়া হাড়গুলির ভিত্তিতে বিজয়গঞ্জ বাজার থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। তল্লাশি অভিযান চলছে।

তদন্তকারীদের প্রাথমিক ধরনা, ওই হাড় মানুষের। তবে হাড় আনোয়ারউলেরই কি না জানতে করতে হবে DNA পরীক্ষা।

গত ১৩ মে কলকাতা লাগোয়া নিউ টাউনের বিলাসবহুল আবাসন সঞ্জীব গার্ডেন্সে খুন হন সংসদ সদস্য আনোয়ারউল আজিম আনার। সোনা, মাদক ও অস্ত্র পাচারকারী হিসাবে অভিযুক্ত ছিল আনারা। ঘটনার ৩ দিন পর প্রধানমন্ত্রীর কাছে বাবার নিখোঁজ হয়ে যাওয়ার খবর দেন মেয়ে ফিরদৌস ডরিন। এর পর ভারতের সঙ্গে যোগাযোগ করা হয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যোগাযোগ করে পশ্চিমবঙ্গ পুলিশের সঙ্গে। তদন্তে নেমে গোয়েন্দারা জানতে পারেন, বাল্যবন্ধু আখতাউজ্জামানই খুন করিয়েছেন আনারকে। তিনি এখন মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী। খুনের পর জিহাদ হাওলাদার নামে এক কসাইকে দিয়ে আনারের দেহ টুকরো টুকরো করানো হয়। হাড় মাংস আলাদা করে দেহাংশ ফেলে দেওয়া হল কলকাতা লাগোয়া বিভিন্ন খালে।

এই ঘটনার তদন্তে ভারতে যান ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা প্রাধান হারুন রশিদ। গত ২৮ মে সঞ্জীব গার্ডেনের সেপটিক ট্যাঙ্কে তল্লাশি চালিয়ে বেশ কিছু মাংস উদ্ধার হয়। এবার উদ্ধার হল হাড়। তবে মাংস ও হাড় আনোয়ারউল আজিমের কি না তা জানতে CFSLএর দিকে তাকিয়ে তদন্তকারীরা।

দৈনিক পূর্বকাল/ এইচডি

সর্বশেষ

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

সাতকানিয়ার বাজালিয়া ইউনিয়ন শাখা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা

সাতকানিয়া প্রতিনিধি : দীর্ঘ অর্ধ যুগের বেশি সময় পর...
spot_img