কক্সবাজারের টেকনাফে ৩ কেজি ১০০ গ্রাম ক্রিস্টাল মেথসহ (আইস) নিয়ে মিযানমারের ২ নাগরিককে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (৩০ মে) বিকেল ৫টায় উপজেলার সাবরাং ইউনিয়নের নোয়াখালিয়াপাড়ার মেরিন ড্রাইভ সড়ক থেকে এসব মাদক উদ্ধার করা হয়।
আটকরা হলেন, মিয়ানমারের মংড়ুর মুন্নিপাড়ার মো.আলম (১৯) ও মো.আয়াছ (১৮)।
শুক্রবার( ৩১ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ বিজিবি ২ এর অধিনায়ক লে.কর্নেল মো.মহিউদ্দিন আহমেদ।
তিনি জানান , সড়ক পথে মাদক পাচারের গোপান সংবাদ পেয়ে মেরিন ড্রাইভ সড়কের নোয়াখালীপাড়ায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে বিজিবি। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে শাহপরীরদ্বীপ হতে হাজমপাড়াগামী একটি সিএনজি চেকপোস্টের কাছে আসলে তা তল্লাশীর জন্য থামানো হয়। পরে ওই সিএনজির দুইজন যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হলে তাদের তল্লাশী ও জিজ্ঞাসাবাদ করা হয়। এসময় তাদের হাতে থাকা একটি ব্যাগ থেকে ৩ কেজি ১০০ কেজি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়। জব্দকৃত মাদক ও আটকদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবি’র এই কর্মকর্তা।
দৈনিক পূর্বকাল/ এইচডি