শনিবার, আগস্ট ৩০, ২০২৫
spot_img

বলিউড অভিনেত্রী দিগঙ্গনা সূর্যবংশী গ্রেফতার

মাঝে মধ্যেই তারকাদের নাম ভাঙিয়ে প্রতারণার ঘটনা চোখে পড়ে। এতে বিব্রতকর পরিস্থিতে পড়েন তারকারা।

এবার এমন ঘটনার সম্মুখীন হয়েছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। তার প্রযোজনা সংস্থার নাম ব্যবহার করে ছয় কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠেছে অভিনেত্রী দিগঙ্গনা সূর্যবংশীর বিরুদ্ধে।

জানা গেছে, ‘শো স্টপার’ ওয়েব সিরিজে কাজ করা এই অভিনেত্রীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২০ এবং ৪০৬ ধারার অধীনে প্রতারণা এবং অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ দায়ের করা হয়েছে।

ভারতীয় গণমাধ্যমের সূত্র অনুযায়ী, সিরিজটির নির্মাতা মনীশ হরিশঙ্কর ও প্রোডাকশন হাউজ এমএইচ ফিল্মসের অভিনেতা রাকেশ বেদী ও সূর্যবংশীর ফ্যাশন ডিজাইনার কৃষাণ পারমারের বিরুদ্ধে প্রকল্পের সুনাম ক্ষুণ্ন ও বিভ্রান্ত করে মিথ্যা বিবৃতি দেওয়ার কারণে মানহানির নোটিশ জারি করা হয়েছে।

রাকেশ বলেন, এই প্রকল্পে কাজের জন্য কোনো টাকা পাননি তিনি। এমনকি পরবর্তীতে প্রকল্পটিও বাতিল করা হয়। প্রায় দুই বছর হয়ে গেছে এখনও পারিশ্রমিক পাইনি। এতে কাজ করা আমরা কয়েকজন বন্ধুও পারিশ্রমিক পাননি।

অন্যদিকে মনীশ জানান, অভিনেতাদের সব অর্থ পরিশোধ করা হয়েছে।

এ প্রসঙ্গে সূর্যবংশী বলেন, অক্ষয়ের সঙ্গে দেখা করার জন্য নিজেদের খরচে একজন কর্মী নিয়ে গিয়েছিলেন তিনি।

অভিযোগ উঠেছে— অভিনেত্রী ওই সদস্যকে (প্রজেক্টের সম্পাদক) ১৬ পর্বের ওয়েব সিরিজ সম্বলিত আইপ্যাডটি তার হাতে তুলে দেওয়ার জন্য জোর করেছিলেন। যা হোটেলের বাইরের ঘটনা। সেখানে অভিনেতা অক্ষয়ের সঙ্গে দেখা করার জন্য অপেক্ষায় ছিলেন তারা।

এদিকে প্রোজেক্টের সম্পাদকের দাবি, তাকে এখনও সেই আইপ্যাড ফেরত দেননি সূর্যবংশী। বিষয়টি নিয়ে প্রযোজনা সংস্থা এমএইচ ফিল্মসের একজন বলেন, তার দাবি পূরণ না হলে গুরুতর হুমকি দিয়েছেন এই অভিনেত্রী। মূলত এ কারণেই অভিযোগ দায়ের করা হয়েছে সূর্যবংশীর বিরুদ্ধে।

দৈনিক পূর্বকাল/ এইচডি

সর্বশেষ

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

সাতকানিয়ার বাজালিয়া ইউনিয়ন শাখা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা

সাতকানিয়া প্রতিনিধি : দীর্ঘ অর্ধ যুগের বেশি সময় পর...
spot_img