সোমবার, ডিসেম্বর ১, ২০২৫
spot_img

তিন মাসে ইসলামী ব্যাংকগুলোয় ঋণ বিতরণ বাড়লো ১২ হাজার কোটি টাকা

মার্চ প্রান্তিকে পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকগুলোর ঋণ বিতরণ বাড়লো। চলতি বছরের মার্চ মাস শেষে ইসলামী ব্যাংকগুলোর ঋণ বিতরণের পরিমাণ দাঁড়িয়েছে ৪ লাখ ৫৬ হাজার ৯৯৪ কোটি টাকা।

তিন মাস আগে ২০২৩ সালের ডিসেম্বর শেষে এই বিনিয়োগের পরিমাণ ছিল ৪ লাখ ৪৪ হাজার ৯৭৪ কোটি টাকা। ফলে ঋণ বিতরণ বাড়লো ১২ হাজার ২০ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের ত্রৈমাসিক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

তথ্য বলছে, একই সময়ে ইসলামী এ সব ব্যাংকে আমানতের পরিমাণ কমেছে ৪ হাজার ২৬১ কোটি টাকা। ইসলামী ব্যাংকগুলোতে মার্চ শেষে আমানতের পরিমাণ কমে দাঁড়িয়েছে ৩ লাখ ৯৯ হাজার ৫৪৯ কোটি টাকা। আর তিন মাস আগে ২০২৩ সালের ডিসেম্বর প্রান্তিকে আমানত ছিল ৪ লাখ ৩ হাজার ৮৫০কোটি টাকা।

নানা কারণে ইসলামী ব্যাংকগুলাতে আমানত কমছে। বিশেষ কারণে আস্থা নিয়ে প্রশ্ন উঠেছে ইসলামী ব্যাংকগুলোতে। এ কারণে অনেকে টাকা রাখা নিয়ে দ্বিধায় পড়েছে। যে কারণে আমানতের পরিমাণ কমছে। যার ধাক্কা লেগেছে মার্চ শেষে আমানত স্থিতিতে।

দেশে বর্তমানে পূর্ণাঙ্গ শরিয়াহভিত্তিক ১০টি ব্যাংক রয়েছে। এসব ব্যাংকগুলোর মধ্যে রয়েছে- ইসলামী ব্যাংক বাংলাদেশ, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, শাহ্জালাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল), গ্লোবাল ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, আইসিবি ইসলামিক ও স্ট্যান্ডার্ড ব্যাংক।

পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকের বাইরে প্রচলিত ধারার ব্যাংকগুলাতে অংশিক বা উইন্ডো ইসলামী ব্যাংকিং রয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে এসব উইন্ডো ইসলামী ব্যাংকে আমানত বেড়েছে।

মার্চ প্রান্তিকে ইসলামী ব্যাংকগুলোতে রেমিট্যান্স সংগ্রহ বেড়েছে। গত মার্চ প্রান্তিকে ইসলামী ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় এসেছে ২৭ হাজার টাকা; যা  ডিসেম্বরে ছিল ২৩ হাজার কোটি টাকা। তবে আলোচ্য সময়ে ইসলামী ব্যাংকের মাধ্যমে আসা রপ্তানি আয় কমেছে। মার্চ শেষে রপ্তানি আয় এসেছে ২৯ হাজার কোটি টাকা, ডিসেম্বরে যার পরিমাণ ছিল ৩০ হাজার কোটি টাকার বেশি।

দৈনিক পূর্বকাল/ এইচডি

সর্বশেষ

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img