শনিবার, আগস্ট ৩০, ২০২৫
spot_img

বিয়ের ঘোষণার পরও ভেঙে গেল অভিনেত্রীর প্রেম!

ভারতের জনপ্রিয় টিভি রিয়েলিটি শো ‘বিগ বস’র ১৫তম আসরে বিজয়ী হন তেজস্বী প্রকাশ। জয়ী হওয়ার কয়েক দিন পরই তেজস্বীর বাবা ঘোষণা দেন ‘অভিনেতা করন কুন্দ্রাকে বিয়ে করতে যাচ্ছে তেজস্বী।’ কিন্তু ভেঙে গেল এ জুটির প্রেম!তেজস্বী-করনের ঘনিষ্ঠ একটি সূত্র ভারতীয় গণমাধ্যম নিউজ১৮-কে বলেন, কিছু দিন আগে তেজস্বী ও করন কুন্দ্রার ঝগড়া হয়। এরপর তারা আলাদা হয়ে যাওয়া সিদ্ধান্ত নেন। ঠিক কি কারণে সম্পর্কের জটিলতা তৈরি হয় তা এখনো অজানা।

এক মাস আগে করন-তেজস্বীর প্রেমের সম্পর্ক ভেঙে গেছে। খুব শিগগিরই এ নিয়ে কথা বলবেন তারা। এসব তথ্য উল্লেখ করে সূত্রটি বলেন, জনপ্রিয় জুটি হিসেবে তেজস্বী ও করন গেল তিনটি বছর উপভোগ করেছেন। হঠাৎ তাদের বিচ্ছেদের খবরটি ভক্তদের মেনে নেওয়া কঠিন। এখনো তারা বিচ্ছেদের ঘোষণা দেননি। তবে খুব শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানাবেন।

‘বিগ বস ১৫’ আসরে প্রতিযোগী ছিলেন করন কুন্দ্রা। তিনি এই প্রতিযোগিতায় তৃতীয় অবস্থানে ছিলেন। বিগ বসের ঘরে করনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান তেজস্বী প্রকাশ। গ্র্যান্ড ফিনালে শেষ হলেও এ জুটির প্রেম শেষ হয়নি! বরং তারা তাদের প্রেম পরিণয় দেওয়ার পরিকল্পনা করেন। কিন্তু হঠাৎ তাদের চলার পথে ছন্দপতন ঘটেছে।

সংগীত পরিবারের সন্তান তেজস্বী। কিন্তু পেশা হিসেবে অভিনয়কে বেছে নেন তিনি। এই টেলি সুন্দরী ছিলেন প্রকৌশলীর ছাত্রী। মুম্বাই বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রনিকস আর টেলিকমিউনিকেশনস বিষয়ে ডিগ্রি নিয়েছেন। একটি সংস্থায় চাকরিও করতেন তেজস্বী। কিন্তু অভিনয়জগতের হাতছানি এড়াতে পারেননি তিনি। তাই একসময় চাকরি ছেড়ে অভিনয়ে পা রাখেন।

২০১২ সালে লাইফ ওকের ‘২০১২’র মাধ্যমে অভিনয়জীবন শুরু করেন তেজস্বী। এরপর ‘সংস্কার: ধরোহর আপনো কি’, ‘স্বরাগিনী: জোড়ে রিস্তো কে সুর’, ‘পহরেদার পিয়া কি আর সিলসিলা বদলেতে রিস্তো কা’ ধারাবাহিকে দেখা গেছে তাকে।

দৈনিক পূর্বকাল/ এইচডি

সর্বশেষ

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

সাতকানিয়ার বাজালিয়া ইউনিয়ন শাখা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা

সাতকানিয়া প্রতিনিধি : দীর্ঘ অর্ধ যুগের বেশি সময় পর...
spot_img