চট্টগ্রামের ফৌজদারহাটে এলাকায় বিএসআরএম ইস্পাত কারখানার অদূরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে।
শনিবার (২৯ জুন) সকাল নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে। এতে এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৫ জন। এ ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট তৈরি হয়েছে। এর মধ্যে গুরুতর আহত তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত ব্যক্তির বয়স আনুমানিক ষাট বছর। তবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। আহতরা হলেন- আরিফ (৩০), আব্দুল মোতালেব (৫২) এবং স্বপ্না রাণী নাথ (৪৯)। তারা চমেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম নগরীর বড়পোল থেকে স্টার লাইন পরিবহনের বাসটি যাত্রী নিয়ে ফেনী যাচ্ছিল। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যেই বাসটি ফেনির দিকে যাচ্ছিল। গাড়িটির গতি বেশি ছিল, যার কারণে ব্রেক ধরতে পারেননি চালক। ফৌজদারহাটে বিএসআরএম কারখানা পার হয়ে আনুমানিক পৌনে এক কিলোমিটার পৌঁছার পর সেটির চাকা ফেটে যায়। এসময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে উঠে যায় এবং সেখান থেকে সড়কের অপরপাশে (চট্টগ্রামমুখী অংশ) পড়ে গিয়ে উল্টে যায়। বাসের ভেতরে চাপা পড়েন যাত্রীরা।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, আহত তিনজনকে হাসপাতালের দুই নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কামুক্ত আছে।
হাইওয়ে পুলিশের বার আউলিয়া থানার সূত্র জানা যায়, খবর পেয়েই আমরা ঘটনাস্থলে এসেছি। চাকা ফেটে যাওয়ায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে। ভেতর থেকে সব যাত্রীকে উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় আমরা শনাক্তের চেষ্টা চলছে।
দৈনিক পূর্বকাল/ এইচডি