ভারতের লাদাখে চীন সীমান্তবর্তী নিওমা-চুশুল এলাকায় প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় (এলএসি) পাঁচ ভারতীয় সেনা নিহত হয়েছেন।
শুক্রবার (২৮ জুন) রাত ১টার দিকে তাদের বহনকারী টি-৭২ ট্যাঙ্ক নদীতে ডুবে গেলে তারা মারা যান।
নদীর পানি বেড়ে যাওয়ায় তাদের ট্যাঙ্ক ডুবে যায় বলে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি। নিহতরা সেনারা প্রশিক্ষণে ছিলেন। এ ঘটনার পর উদ্ধার কার্যক্রম চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
প্রতিরক্ষা কর্মকর্তারা এএনআইকে বলেছেন, ঘটনার সময় ট্যাঙ্কের ভেতরে একজন জেসিও এবং ৪ জন জওয়ানসহ পাঁচজন সৈন্য ছিল। নিহত একজনের সন্ধান মিলেছে, বাকিদের খোঁজে অনুসন্ধান চলছে।
ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং পাঁচ সেনার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
মাইক্রোব্লগিং ওয়েবসাইট এক্স-এ তিনি লিখেছেন, লাদাখে একটি নদী পেরিয়ে ট্যাঙ্ক যাওয়ার সময় দুর্ভাগ্যজনক দুর্ঘটনায় আমাদের পাঁচ সাহসী ভারতীয় সেনার প্রাণহানির ঘটনায় গভীরভাবে দুঃখিত। আমরা তাদের ভুলব না। বীর সৈনিকদের শোকাহত পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি। এই শোকের সময়ে জাতি তাদের পাশে আছে।
উল্লেখ্য, গত বছর লেহ জেলার কিয়ারির কাছে সেনাবাহিনীর একটি ট্রাক রাস্তা থেকে ছিটকে গভীর খাদে পড়ে একজন জেসিওসহ ৯ জন ভারতীয় সেনা প্রাণ হারায়।
দৈনিক পূর্বকাল/ এইচডি