শনিবার, আগস্ট ৩০, ২০২৫
spot_img

নির্বাচনী বাজিতে হারতে বসেছেন ম্যাক্রোঁ

ফ্রান্সে আগাম পার্লামেন্ট নির্বাচনের প্রথম দফার ভোটে কট্টর ডানপন্থিরাদের কাছে বড় পরাজয়ের মুখে পড়েছে প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর জোট।

গত রোববার (৩০ জুন) অনুষ্ঠিত এই নির্বাচনের বুথফেরত জরিপ অনুযায়ী, মেরিন লে পেনের কট্টর ডানপন্থী দল ন্যাশনাল র‍্যালি (আরএন) এ নির্বাচনে প্রায় ৩৪ শতাংশ ভোট পেয়ে শীর্ষ স্থান পেতে যাচ্ছে।

প্রায় ২৯ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় হতে পারেন বামপন্থী দলগুলোর জোট নিউ পপুলার ফ্রন্ট। ম্যাক্রোঁর এনসেম্বল জোট ২০ দশমিক ৫ শতাংশ থেকে ২৩ শতাংশ ভোট নিয়ে তৃতীয় হতে পারে।

ফ্রান্সের এবারের নির্বাচনে ভোট পড়ার হার ১৯৮৬ সালের পর সর্বোচ্চ। গতকাল স্থানীয় সময় বিকেল পাঁচটা নাগাদ ভোট পড়ার হার ছিল ৬০ শতাংশ। এর আগের পার্লামেন্ট নির্বাচনে ভোট পড়েছিল ৩৯ দশমিক ৪২ শতাংশ।

ফ্রান্সের পার্লামেন্টে একক সংখ্যাগরিষ্ঠতা পেতে ২৮৯ আসন প্রয়োজন। একাধিক জরিপ সংস্থার হিসাব বলছে, ৫৭৭ আসনের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ আসন পেতে পারে আরএন। কিন্তু দ্বিতীয় রাউন্ডের পর তারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে কি না, তা এখনও নিশ্চিয় নয়।

ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে খারাপ ফলাফল করার পর আগাম নির্বাচনের ঘোষণা দেন মাখোঁ। কিন্তু অনেকটা বাজি ধরার মত তার এই সিদ্ধান্ত এখন উল্টো ফল দিতে যাচ্ছে। এই পরাজয়ে পার্লামেন্টে ম্যাক্রোঁর জোটের অবস্থান আরও দুর্বল হয়ে পরবে বলে ধারণা করা হচ্ছে। ফলে, মেয়াদের বাকি তিন বছরে প্রেসিডেন্ট হিসেবে ম্যাক্রোঁর ক্ষমতা অনেকটা খর্ব হবে।

দৈনিক পূর্বকাল/ এইচডি

সর্বশেষ

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

সাতকানিয়ার বাজালিয়া ইউনিয়ন শাখা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা

সাতকানিয়া প্রতিনিধি : দীর্ঘ অর্ধ যুগের বেশি সময় পর...
spot_img