মঙ্গলবার, জানুয়ারি ২৭, ২০২৬
spot_img

ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত ২৮

অনলাইন ডেস্ক: বরিশালের মুলাদী সরকারি কলেজে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।গুরুতর আহতরা হলেন মান্না (২০), হামিম (২০), বায়েজিদ (২৩), আবদুল্লাহ (২৪) ও রাকিব (২৪)।
বরিশাল জেলা ছাত্রশিবিরের সভাপতি সাইয়েদ আহমেদ বলেন, ‘আগামী ২৩ সেপ্টেম্বর অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের নিয়ে একটি ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান করার প্রস্তুতি চলছিল। এ উপলক্ষে জেলা ও উপজেলা ছাত্রশিবিরের নেতারা কলেজে গেলে ছাত্রদলের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়।এতে ছাত্রশিবিরের অন্তত ২০ জন আহত হন।’
তবে অভিযোগ অস্বীকার করেছেন মুলাদী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিউদ্দিন ঢালী। তিনি বলেন, ‘ডাকসু নির্বাচনের পর থেকেই ছাত্রশিবির কলেজ নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে। আজ বৃহস্পতিবার তারেক রহমানকে নিয়ে কটূক্তি করলে এর প্রতিবাদ জানায় আমাদের নেতাকর্মীরা।তখন ছাত্রশিবির আমাদের ওপর হামলা চালায়। ছাত্রদলের অন্তত আটজন কর্মী আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে।’শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জাহাঙ্গীর হোসেন জানান, মুলাদী থেকে ছয়জন আহত ব্যক্তি ভর্তি হয়েছে। তাদের সার্জারি ওয়ার্ডে চিকিৎসা চলছে।মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ‘প্রথমে দুই শিক্ষার্থীর মধ্যে হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়।পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ চলছে।’

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img