নিজস্ব প্রতিবেদক : প্রগতিশীল নাগরিক সমাজ ১৪ নং লালখান বাজার ওয়ার্ডের উদ্যোগে আজ শুক্রবার বিকেল চারটায় বাঘগোনা প্রাঙ্গণে বীর মুক্তিযোদ্ধা আলী আহমদের সভাপতিত্বে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লায়ন হায়দার আলী চৌধুরী প্রধান অতিথি হিসেবে বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার মহান উক্তি বাংলাদেশে কোন মানুষ ভূমিহীন-গৃহহীন থাকবে না মর্মের প্রতি অনুপ্রাণিত হয়ে আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এক লক্ষ ভূমিহীন ভোটারদেরকে বিনামূল্যে পূণর্বাসনের দায়িত্ব কাঁধে নেওয়ার উদ্যোগ নিয়েছি।
সভায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন সর্বজনাব মোহাম্মদ আনোয়ার চৌধুরী, শ্রমিক লীগ নেতা মোহাম্মদ দিদারুল আলম, নুর মোহাম্মদ, রফিক আহমেদ, মোহাম্মদ ইউসুফ, নারায়ণ নাথ, শোভা দেবী, পারুল আকতার, পলাশ দত্ত ও কনক বিশ্বাস প্রমুখ।