প্রথম জুম্মার নবীজি ইমাম
নবীজি – নবী মুহাম্মাদ (সা.)
এর রওজায় জানাই শত সহস্র হাজার সালাম।
ইসলামের শত্রুদের কড়া নজরদারিতে জুম্মার নামাজ নবীজি মক্কায় করিতে পারেনি পালন –
তবুও জুম্মার নামাজ আদায় করিবে এই নিয়ত সদা নবীজি করেছে হৃদয়ে লালন।
বিখ্যাত ঐতিহাসিক ইবনে ইসহাক রহ. বলেন-

নবীজি মক্কা থেকে মদিনা গমনের যাত্রাকালে ১২ ই আউয়ালে সোমবার থেকে বৃহস্পতিবার-
নবীজি কুবা বনী আওফ বিন আমর স্থানে দিবানিশি কাটাইলো
নামাজের স্থান মসজিদ সেথায় ছিল না বিধায় নবীজি সেথায় একখানা মসজিদ বাঁধিলো ।
অতঃপর নবীজি সেথা হইতে মদিনার উদ্দেশ্যে যাত্রাপথে মসজিদে বনী সালেম বিন আউফ অতিক্রম কালে
জুম্মার নামাজের সময় হইলো বিদায়
শত মুসল্লি নিয়ে নবীজি সেথায় জুম্মার নামাজ করিলো আদায় ।
দিনটি ছিল শুক্রবার
ভাগ্যে হইল না মোদের প্রথম জুমার মুসল্লি হইবার
নবীজি প্রথম জুম্মার ইমামতি
করিলো
প্রথম জুম্মার সেই মসজিদটি মসজিদুল জুম্মা নামে পরিচিতি পাইলো-
যাহা দর্শন করিবার ইচ্ছা জাগে সদা প্রাণে-
সেই দিন থেকে ইসলামের ইতিহাসে মুসলিম উম্মাহ
এই দিনটিকে প্রথম জুম্মার দিন বলে জানে।


