নিজস্ব প্রতিবেদক: প্রগতিশীল নাগরিক সমাজ ২ নং ওয়ার্ড শাখার এক কর্মীসভা জাতীয় শ্রমিক লীগ বায়েজিদ থানা সভাপতি মো. দিদারুল আলমের সভাপতিত্বে ২ জুন সন্ধ্যায় বালুছড়া কার্যালয়ে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা লায়ন হায়দার আলী চৌধুরী বলেন, চট্টগ্রাম মহানগরীর ভোটারদের মধ্যে ৭০% ভোটারের কোন স্থায়ী বাসস্থান নেই। তারা অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে বিভিন্ন ঘুপচি কলোনী, বস্তি, রেল লাইনের ধারে কিংবা ছোট ছোট ভাড়া বাসায় মানবেতর জীবনযাপন করছেন। প্রগতিশীল নাগরিক সমাজ এসকল অসহায় নগরবাসীর সমস্যা সমাধানে প্রতিজ্ঞাবদ্ধ।বক্তব্য রাখেন, মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী, মোহাম্মদ নুর হোসেন, মোহাম্মদ ইউসুফ, স্বেচ্ছাসেবক লীগ নেতা রাজু, শ্রমিক লীগ নেতা মোস্তফা কামাল, মিনতী রাণী, আমেনা বেগম প্রমুখ।