সোমবার, ডিসেম্বর ১, ২০২৫
spot_img

দক্ষতার অভাবে সাংবাদিকতার মর্যাদা ক্ষুন্ন হয়েছে: ওসমান গণি মনসুর

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১৬ বছরে দায়িত্বে থাকা ব্যক্তিরা সাংবাদিকতার মর্যাদা ক্ষুন্ন বলে মন্তব্য করেছেন দি ডেইলি পিপলস ভিউ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং কমনওয়েলথ জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (সিজেএ) বাংলাদেশ চ্যাপ্টারের সেক্রেটারি জেনারেল ওসমান গণি মনসুর।তিনি বলেন, এখানে যারা দায়িত্বে ছিলেন তারা দক্ষতা দিয়ে নয়, বরং নিজেদের পরিচয় বানাতেই কাজ করেছেন। এই প্রেস ক্লাবের সভাপতি-সাধারণ সম্পাদক যারা ছিলেন, তারা এই পেশাকে এমনভাবে ভুলুণ্ঠিত করেছেন যে আজ সমাজে সাংবাদিকদের নাম উচ্চারণ করা হয় গালি দিয়ে।শনিবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
ওসমান গণি মনসুর আরও বলেন, আমাদের নতুনভাবে পথচলা শুরু করতে হবে। বাধা-বিপত্তিতে ভয় পেলে সফলতা অর্জন সম্ভব নয়। আগে নিজেকে চিনতে হবে, নিজের কাজ দিয়ে পরিচয় গড়ে তুলতে হবে। একশটা ভালো কাজের দরকার নেই, একটি ভালো কাজই পারে মানুষকে চিনিয়ে দিতে।
চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিমের সভাপতিত্বে ও প্রেস ক্লাবের অন্তবর্তীকালীন কমিটির সদস্য গোলাম মওলা মুরাদের সঞ্চালনায় আয়োজিত সভায় আরও বক্তব্য রাখেন প্রেস ক্লাবের অন্তর্র্বতীকালীন কমিটির সিনিয়র সদস্য মুস্তফা নঈম, মইনুদ্দীন কাদেরী সওকত, মো. শহীদুল ইসলাম, মাহবুবুল মওলা রিপন, মাহবুবুর রহমান, শাহ নেওয়াজ রিটন, সোহাগ কুমার বিশ্বাস, হাসান মুকুল, মুহাম্মদ আজাদ, জাহাঙ্গীর আলম ও গিয়াস উদ্দিন প্রমুখ।

 

সর্বশেষ

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img