অনলাইন ডেস্ক : চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চিটাগং কনটেইনার টার্মিনাল (সিসিটি) বিদেশি প্রতিষ্ঠানকে দেওয়া ইজারা বাতিলের দাবিতে পদযাত্রা করেছে বন্দর রক্ষা পরিষদ। বেলা ১২টার দিকে নগরীর আগ্রাবাদ মোড় থেকে বন্দর অভিমুখে পদযাত্রাটি শুরু হয়।এ সময় তারা ইজারা বাতিলের দাবিতে স্লোগান দিতে দিতে বন্দর অভিমুখে এগিয়ে যান। এর আগেও বন্দরের এনসিটি ও সিসিটি বাতিলের দাবিতে কর্মসূচি পালন করেছে বন্দর রক্ষা পরিষদ।
নেতারা বলেন, এই সিসিটি ও এনসিটিকে বিদেশিদের হাতে দেওয়ার ইজারা বাতিল করতে হবে। কোন হুমকি ধমকি দিয়ে এই আন্দোলন বন্ধ করা যাবে না। দাবি আদায় না হওয়ার পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন।


