মঙ্গলবার, জানুয়ারি ২৭, ২০২৬
spot_img

হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় নৌ বাহিনীতে কর্মরত এক ব্যক্তি নিহত

হাটহাজারী প্রতিনিধি : এবার হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় দেলোয়ার হোসেন (৩০) নামে বাংলাদেশ নৌবাহিনীতে কর্মরত এক ব্যক্তির মৃত্যু হয়েছে।সোমবার (০৮ ডিসেম্বর) ভোর সকালে হাটহাজারী থানাধীন চিকনদন্ডী ইউনিয়নের লালিয়ারহাটস্থ মিস্ত্রি ঘাটা নামক স্থানে হাটহাজারী-অক্সিজেন মহাসড়কের উপর এ দুর্ঘটনা ঘটে।নিহত দেলোয়ার চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাগানবাজার ইউনিয়নের মতিননগরস্থ চিকনছড়া এলাকার মো. মিরাজ মিয়ার পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, বাংলাদেশ নৌ বাহিনীতে সেইলর হিসেবে কর্মরত দেলোয়ার ভোর সকালের দিকে মোটরসাইকেল চালিয়ে চট্টগ্রামের নিজ কর্মস্থলে যাচ্ছিলেন। পথে উল্লেখিত স্থান সে দুর্ঘটনার শিকার হয়। ভোর সকালে স্থানীয় পথচারী ওই এলাকায় রাস্তার ডিভাইডারের পাশে তাকে পড়ে থাকতে দেখে হাটহাজারী সদরের একটি প্রাইভেট হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। তবে তাৎক্ষণিকভাবে নিহত দেলোযার কিভাবে সড়ক দুর্ঘটনায় পড়ে সে ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি।নিহতের কাজিন জাহিদুল ইসলাম ফরহাদ নিহতের ঘটনায় সত্যতা নিশ্চিত করে জানান, গত ২০১৩ সালে সে বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দেয়।
জানতে চাইলে রাউজান হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ উল্লাহ সোমবার বেলা দশটার দিকে এ প্রতিবেদক কে জানান, উল্লেখিত স্থানে দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন বলে খবর পেয়েছি। হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে রওনা হয়েছেন। পরে বিস্তারিত জানানো সম্ভব হবে।
প্রসঙ্গত, হাটহাজারীর বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় গত ১ সপ্তাহে উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি এমরান চৌধুরীসহ ৬ জনের মৃত্যু হয়েছে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img