টেকনাফ প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে নৌপথে মালয়েশিয়া পাচারের প্রস্তুতিকালে নারী ও শিশুসহ ১৮ জনকে উদ্ধার করেছে বিজিবি। গতকাল শনিবার (২৭ ডিসেম্বর) রাতে অভিযান চালিয়ে বাহারছড়া ইউনিয়নের রাজারছড়া মেরিন ড্রাইভসংলগ্ন এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। এসময় মালয়েশিয়ায় পালিয়ে যাওয়াদের মধ্য থেকে মোহাম্মদ তারেক নামে হত্যা মামলার এক আসামিকে আটক করা হয়। তিনি হোয়াইক্যং ইউনিয়নের লম্বা বিল গ্রামের আলী আহমদের ছেলে।আজ রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আশিকুর রহমান বলেন, ‘মানবপাচার চক্রের একটি সংঘবদ্ধ দল নৌপথে মালয়েশিয়া মানবপাচারের প্রস্তুতি নিচ্ছে—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি সদর ইউনিটের একটি দল রাজারছড়া জামে মসজিদসংলগ্ন ঝোঁপঝাড়ে কৌশলগত অবস্থান নেয়। এসময় মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে ভুক্তভোগীদের ট্রলারে ওঠানো হলে বিজিবি তাদের ঘিরে ফেলে। পরে ট্রলারটি তল্লাশি করে ১৮ জনকে উদ্ধার করা হয়।বিজিবি অধিনায়ক আরো বলেন, ‘মালয়েশিয়ায় পাচারের চেষ্টাকালে ভুক্তভোগীদের সঙ্গে এমন একজনকে উদ্ধার করা হয়েছে, যিনি টেকনাফ থানায় হওয়া একটি হত্যা মামলার আসামি।
মালয়েশিয়ায় তার পালিয়ে যাওয়ার বিষয়ে ইতিপূর্বে বিজিবির কাছে তথ্য দিয়েছিল পুলিশ। সেই তথ্যের সঙ্গে তার পরিচয়ের সত্যতা নিশ্চিত করে তাকে আটক করা হয়।’বিজিবি ব্যাটালিয়ন সদর থেকে জানানো হয়, উদ্ধার হওয়া ভুক্তভোগীদের আইনি প্রক্রিয়ায় যাচাই শেষে পরিবারের কাছে এবং আটক হত্যা মামলার আসামিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে।


