মঙ্গলবার, জানুয়ারি ২৭, ২০২৬
spot_img

ছাত্রদল নেতা সৌরভ প্রিয়ের বহিষ্কারাদেশ প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের আলোচিত ছাত্রদল নেতা সৌরভ প্রিয় পালের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দফতর সম্পাদক জাহাঙ্গীর আলমের সই করা বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়েছে। এর ফলে পাঁচ মাস পর সংগঠনে আবারও সক্রিয় হওয়ার সুযোগ পেলেন তিনি।
জানা গেছে, সৌরভ প্রিয় পাল চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি। আওয়ামী লীগ সরকারের আমলে দলীয় কর্মসূচিতে সক্রিয় থাকা সৌরভ কয়েকবার গ্রেফতার হয়ে কারাগারে ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী প্রেক্ষাপটে তিনি রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনে সক্রিয় হন। চট্টগ্রামে জন্মাষ্টমী উদযাপন পরিষদ নেতৃত্ব নিয়ে বিভক্ত হয়ে পড়লে একপক্ষে নেতৃত্ব দেন সৌরভ প্রিয় পাল। গত জুলাইয়ে সেই সংগঠনের কার্যালয়ে হামলার অভিযোগের প্রেক্ষিতে তাকে ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়েছিল।
সেই বষ্কিারাদেশ প্রত্যাহার হওয়ায় সৌরভ প্রিয় পাল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
মিডিয়ায় পাঠানো বিজ্ঞপ্তির মাধ্যমে দেওয়া প্রতিক্রিয়ায় সৌরভ প্রিয় পাল বলেন, আমি শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শিক সৈনিক। বহিষ্কার বা অব্যাহতি দলীয় শৃঙ্খলা রক্ষার একটি নিয়মিত প্রক্রিয়া। ষড়যন্ত্রকারীদের মিথ্যা প্ররোচনায় আমি বিনা অপরাধে বহিষ্কৃত হলেও দলীয় সিদ্ধান্তকে সর্বদা শ্রদ্ধার সঙ্গে মেনে নিয়েছি। বহিষ্কারাদেশ প্রত্যাহারের মাধ্যমে আমার ওপর অর্পিত আস্থা ও দায়িত্ব আরও বেড়েছে বলে আমি মনে করি। ভবিষ্যতে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করতে আমি আরও সক্রিয় ভূমিকা রাখব।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img