মঙ্গলবার, জানুয়ারি ২৭, ২০২৬
spot_img

পুলিশ হত্যায় ১০ জনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবদেক : চট্টগ্রামের খুলশী থানার টাইগারপাসের আমবাগান এলাকায় ১২ বছর আগে এক পুলিশ সদস্যকে চাপাতি দিয়ে কুপিয়ে খুনের ঘটনায় ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১২ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান এই রায় দেন।দণ্ড পাওয়া আসামিরা হলেন— মো. সোহেল, মো. জাবেদ, হারুন অর রশিদ, তপন চন্দ্র সরকার, নুরুল আলম, সুমন মোল্লা, মিন্টু দাশ, আরছাল রাসেল, ফারুক, ও মো. বাবুল। তাদের মধ্যে বাবুল, তপন, আরছাল, সোহেল, কারাগারে রয়েছেন।বাকিরা পলাতক।
আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ সাহেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আবদুল কাইয়ুম নামে এক পুলিশ সদস্যকে হত্যার দায়ে ১০ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া প্রত্যেক আসামিকে ২৫ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত।জরিমানা অনাদায়ে আরো ছয় মাস কারাদণ্ড দিয়েছেন আদালত। জরিমানার অর্থ ভুক্তভোগীর পরিবারকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’তিনি আরো বলেন, ‘১৪ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এ রায় দেন। আসামিদের মধ্যে ৫ জন কারাগারে রয়েছেন।বাকি ৫ জন পলাতক রয়েছেন।’
চট্টগ্রামের টাইগারপাস আমবাগান এলাকার বাটালি পাহাড়ের পাদদেশে ২০০৩ সালের ৩ নভেম্বর ছিনতাইকারীদের ধাওয়া করতে গিয়ে ছুরিকাঘাতে নিহত হন পুলিশ কনস্টেবল আবদুল কাইয়ুম (২২)। এই ঘটনায় আরো ৩ পুলিশ সদস্য আহত হয়েছিলেন। এ ঘটনায় ১৯ জনকে আসামি করে মামলা করেছিল পুলিশ। ছিনতাইয়ের ঘটনা দেখতে পেয়ে বাধা দিতে গেলে ছিনতাইকারী দল পুলিশের ওপর হামলা চালায়।এতে কাইয়ুম নিহত হয়েছিলেন।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img