খবর বিজ্ঞপ্তি: চট্টগ্রাম সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে আশ্রয় পাওয়া সমাজের এক সময়কার সুবিধাবঞ্চিত-বিপন্ন-ঝুঁকিতে থাকা-পথ শিশুদের নিয়ে শিশু বরণ, বেলুন ও পায়রা উড্ডয়ন, দেয়ালিকা উন্মোচন, পিঠাপুলি উৎসব, বই বিতরণ, শীতবস্ত্র বিতরণ, উশু প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ, ব্যাডমিন্টন টুর্নামেন্ট প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, তাঁবু জলসা, আতশবাজি এবং বিশেষ নৈশ ভোজের আয়োজন করা হয়েছে।

২৫ জানুয়ারি উক্ত আয়োজনে নতুন বছর উপলক্ষ্যে উৎসবমুখর পরিবেশে ব্যতিক্রমী আমেজে কেন্দ্রে আশ্রয় পাওয়া সুবিধাবঞ্চিত নিবাসী শিশুদের ফুল দিয়ে বরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের বিভাগীয় পরিচালক মোহাম্মদ মিনহাজুর রহমান। সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতার এর সভাপতিত্বে ও কেন্দ্রের ফিজিক্যাল ইন্সট্রাক্টর গমন কান্তি দে এর সঞ্চালনায় এবং নিবাসী শিশু মোঃ আসিফ উদ্দিন নাঈম এর পবিত্র কোরআন তেলাওয়াত এর মধ্যে দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা কার্যালয় এর অতিরিক্ত পরিচালক হরিশ চন্দ্র বিশ্বাস, হাটহাজারী প্রেস ক্লাবের সভাপতি কেশব কুমার বড়ুয়া, দপ্তর সম্পাদক মো: আলাউদ্দিন, বাংলাদেশ উশু ফেডারেশনের কার্য নির্বাহী সদস্য আব্দুল্লাহ্ আল ফয়সাল, আন্তর্জাতিক উশু বিচারক ফারজানা খানম, ১নং ফরহাদাবাদ ইউনিয়ন এর প্যানেল চেয়ারম্যান মোঃ শফিউল আলম, ব্যবসায়ী ও সমাজসেবক মো: আইয়ুব এবং ৬নং ওয়ার্ড ইউপি সদস্য আলী আকবর সহ আরও অনেকে। বেলুন ও পায়রা উড্ডয়নের মাধ্যমে ফিতা কেটে উদ্বোধন শেষে প্রধান অতিথি সহ উপস্থিত সকলেই আয়োজনের সবচেয়ে আকর্ষণীয়, উপভোগ্য এবং জমজমাট পিঠাপুলির সমাহারে সজ্জিত পিঠাশালা পরিদর্শন করেন।

নতুন বছরের শুরুতে শীতের মৌসুমে কেন্দ্রের উন্মুক্ত প্রাঙ্গনে এ উপলক্ষ্যে বাঙালীয়ানার পসরায় ঠাঁই পেয়েছে ডিসি পার্ক পিঠাশালা, হালদা নদী পিঠাশালা, চন্দ্রনাথ পাহাড় পিঠাশালা, ফয়েজ লেক পিঠাশালা, পতেঙ্গা সী-বীচ পিঠাশালা এবং উদালিয়া চা-বাগান পিঠাশালা শিরোনামে ছয়টি পিঠাশালা যাতে গ্রাম বাংলার ৯৮ রকম বাহারী স্বাদের পিঠাপুলির সংযোগ ঘটানো হয়। সুবিধাবঞ্চিত দুই শতাধিক শিশুর মিলনমেলায় শীতকালীন অপরাহ্নে অনিন্দ্য সুন্দর এ পিঠাপুলি উৎসবে দেখা মিলেছে ঐতিহ্যবাহী ভাপা পিঠা, ইলিশ ভাপা পিঠা, ডিমের পানতোয়া পিঠা, ডিম পেস্ট্রি পিঠা, ডনেট পিঠা, মোমো পিঠা, সুজির ফ্রাইজাম পিঠা, ভর্তা চিতই পিঠা, দুধ চিতই পিঠা, ডিম চিতই পিঠা, জামাই পিঠা, নারকেল পুলি পিঠা, ভাপা সুইসরোল পিঠা, গাজর টেস্টি পুলি পিঠা, দুধ পুলি পিঠা, খোলা জালি পিঠার সাথে দেশি মুরগির কারি, নুন গড়া পিঠা, পাটিসাপটা পিঠা, ক্ষীর পাটিসাপটা পিঠা, মালাই পাটিসাপটা পিঠা, ছিটা পিঠা, পোয়া পিঠা, ফিরনি, সিরিঞ্জ পিঠা, ঝিকিমিকি পিঠা, সাবুদানার পাপড় পিঠা, আতিক্কা পিঠা, তেজপাতা পিঠা, মশকলা পিঠা, পাতা পিঠা, চুটকি পিঠা, ফুল পিঠা, শীমফুল পিঠা, গোলাপফুল পিঠা, শামুক পিঠা, বিস্কুট পিঠা, প্যারা সন্দেশ, পয়সা পিঠা, বিবিখানা পিঠা, ম্যারা পিঠা, নারিকেলের নাড়ু পিঠা, লাচ্ছা সেমাই পিঠা, হৃদয় হরণ পিঠা, নবাব নন্দিনী পিঠা, কুলফি পিঠা, ডিমের পুডিং, পাকন পিঠা, খেজুর গুড়ের ভাজা পুলি পিঠা, চুই পিঠা, সুজির মালপোয়া পিঠা, সাবুর রসভরা পিঠা, সুজির রসভরা পিঠা, লবঙ্গ লতিকা পিঠা, ঝাল পুলি পিঠা, চালের রুটি দিয়ে হাঁসের মাংসের রেজালা, কলা পুলি পিঠা, সুজির বিস্কুট পিঠা, বিন্নি পাটিসাপটা পিঠা, ফ্লাওয়ার সমুচা, ফিস ফিঙ্গার, কিমা ডেনিস পিঠা, চিকেন ফ্রাই, চিকেন স্যান্ডউইচ, এগ স্যান্ডউইচ, চিকেন নাগেট, চিকেন বল, গোলাপ জাম, রস মালাই, সুন্দরী মিষ্টি কুমড়া পিঠা, নারিকেল এর নাড়ু, গাজর এর পেস্টিং পুলি পিঠা, খেজুর গুড় এর পুলি পিঠা, চিরুনি পিঠা, সাবু দানার পায়েস, এলোকেশি পিঠা, ঝিনুক পিঠা, অন্থন, ঝুঁড়ি ভাজা পিঠা, আলুর পরোটা, মনাক্কা, শন পাপড়ি, পিনাট বার, মহাস্থানগড়ের কটকটি, নারিকেলের শুকনা নাড়ু, তিলের নাড়ু, নারিকেলের কাঁচা গোল্লা, বাদামের কটকটি, নারিকেলি পাকন পিঠা ,চাউলের রুটির সাথে খাসির মাংসের কালিয়া, চিকেন কাবাব ইত্যাদি।

অত:পর প্রধান অতিথি শিশুদের তৈরিকৃত ‘আলোকবর্তিকা’ শিরোনামে দেয়ালিকার ১০ম সংখ্যা উন্মোচন করেন। এরপরে শীতকালিন ব্যাডমিন্টন টুর্নামেন্ট প্রতিযোগিতা ২০২৬ এর বালক শাখার সমাপনী ম্যাচ উপভোগ করেন অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ। অত:পর আয়োজনের তৃতীয় পর্বে কেন্দ্রের মাঠ প্রাঙ্গনে মহামায়া লেক মঞ্চে শিশু বরণ, বই বিতরণ, শীতবস্ত্র বিতরণ, উশু প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন, আলোচনা সভা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি বলেন- বাঙালীয়ানা ঐতিহ্য ধরে রাখার ক্ষেত্রে এধরণের উৎসব অনুষ্ঠানের আয়োজন প্রশংসার দাবীদার। অনুষ্ঠানে কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারির পক্ষ থেকে প্রধান অতিথি উপসচিব জনাব মোহাম্মদ মিনহাজুর রহমানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানের শেষভাগে তাঁবু জলসা ও আতশবাজি এর রোশনাই এ মুখর হয়ে উঠে কেন্দ্র প্রাঙ্গন। সবশেষে নিবাসী শিশুদের মাঝে বিশেষ নৈশভোজ পরিবেশনের মাধ্যমে দিবসের কর্মসূচির সমাপ্তি ঘটে। কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক জনাব জেসমিন আকতার জানান- মূলত নতুন বছর উপলক্ষ্যে শীতের মৌসুমে কেন্দ্রের নিবাসী শিশুদের এক পশলা আনন্দের বৃষ্টি ঝরিয়ে তাদের মুখে হাসি ফোঁটানোর জন্য আমাদের এই ছোট্ট প্রয়াস। প্রসঙ্গত উল্লেখ্য, সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদফতর পরিচালিত চট্টগ্রাম সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র ২০১২ খ্রিস্টাব্দ হতে সমাজের ঝুঁকিতে থাকা-বিপন্ন-পথশিশুদের মূল স্রোতধারায় ফিরিয়ে নেওয়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।


