ক্রীড়া ডেস্ক: সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ। নেপালের পোখরায় শুরু হওয়া টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ভুটানকে ১২-০ গোলের বড় ব্যবধানে পরাজিত করেছে বাটলারের শিষ্যরা।বাংলাদেশের হয়ে মুনকি আক্তার একাই করেন সর্বোচ্চ চার গোল। আলপি আক্তার ও তৃষ্ণা রাণী করেন হ্যাটট্রিক। মামনি চাকমা ও অধিনায়ক অর্পিতা বিশ্বাস একটি করে গোল করেন। শনিবার (৩১ জানুয়ারি) ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে আধিপত্য বজায় রাখে বাংলাদেশ। তবে কাঙ্ক্ষিত প্রথম গোল পেতে ২৮ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় দলকে। ২৮ মিনিটে মামনি চাকমার গোলে লিড নেয় বাংলাদেশ। প্রথমার্ধের শেষ চার মিনিটে তিনটি গোল করে ব্যবধান বাড়ায় লাল-সবুজের প্রতিনিধিরা। ৪৩ মিনিটে তৃষ্ণা রাণী এবং ৪৪ মিনিট ও ইনজুরি সময়ে মুনকি আক্তারের জোড়া গোলে ৪-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।
বিরতির পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে বাংলাদেশ দল। দ্বিতীয়ার্ধে আরও ৮টি গোল যোগ করে তারা। ৫৪ ও ৬০ মিনিটে জোড়া গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন তৃষ্ণা রাণী। ৭৩ মিনিটে গোলের খাতা খোলেন আলপি আক্তার। ৮৬ মিনিটে দ্বিতীয় গোল এবং খেলার শেষ মুহূর্তে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। ৮১ মিনিটে নিজের হ্যাটট্রিক সম্পন্ন করেন মুনকি আক্তার। ইনজুরি সময়ে অধিনায়ক অর্পিতা বিশ্বাস একটি গোল যোগ করলে গোলসংখ্যা দাঁড়ায় ১২-এ।
নেপালের পোখরায় অনুষ্ঠিত এই ম্যাচে মাঠের মান খুব একটা ভালো ছিল না। অধিকাংশ জায়গায় ঘাস না থাকায় ফুটবলারদের স্বাভাবিক খেলা উপহার দিতে বাড়তি পরিশ্রম করতে হয়েছে।চার দলের এই টুর্নামেন্টে বাংলাদেশের পরবর্তী ম্যাচ ২ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে। লিগ পর্ব শেষে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দুটি দল আগামী ৭ ফেব্রুয়ারি ফাইনালে মুখোমুখি হবে।


