পূর্বকাল ডেস্ক: বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন করেছে ৪২ নং নাসিরাবাদ ওয়ার্ড আ’লীগ। এ উপলক্ষে আজ রোববার আ’লীগ নেতা আলহাজ্ব মো. আলী আকবরের নেতৃত্বে র্যালি অনুষ্ঠিত হয়। র্যালীটি বেবিসুপার মার্কেট থেকে শুরু হয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। এ সময় আলহাজ্ব মো. আলী আকবর বলেন,মহান মুক্তিযুদ্ধ ও বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়ে দেশের বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে আওয়ামী লীগ।১৯৪৯ সালের ২৩ জুন প্রতিষ্ঠা পাওয়া আওয়ামী লীগের নেতৃত্বেই ১৯৭১ সালে স্বাধীনতা পায় বাংলাদেশ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া এ সংগঠনে এখন নেতৃত্ব দিচ্ছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি টানা চার মেয়াদে সরকার পরিচালনা করছেন। তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে সবাইকে নিরলসভাবে কাজ করতে হবে। তিনি বলেন, স্বাধীনতাবিরোধী সাম্প্রদায়িক গোষ্ঠীর চক্রান্ত আমাদের ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন, ওয়ার্ড আ.লীগের সহ-সভাপতি এ কে এম জাফরুল্লাহ চৌধুরী, প্রচার সম্পাদক মাবুদ সওঃ, আ.লীগ নেতা মো. হারুন, নটরাজ গুপ্ত, মো.শাহাবুদ্দিন, মোহাম্মদ বেলাল, আবু তাহের, মোহাম্মদ ছগির, মোহাম্মদ সিরাজ, মো.শাহেদ, মো.সুমন, সুমন নাগ, মো. মানিক, মোহাম্মদ দুলাল, মোহাম্মদ আমির, মোহাম্মদ রুবেল, মোহাম্মদ সাকিব,মোহাম্মদ সেরু প্রমূখ।