নিজস্ব প্রতিবেদক: সঙ্গীত এক মহাসমুদ্র। যার বিশালতায় অতৃপ্ত সুর ছড়ানো। এত সুর আর এত গান তবুও পাওয়ার অনেক কিছু থেকে যায়। তবে জীবনের বাস্তবতা আর সঙ্গীতের ব্যাকুলতা যেন একই। তার মাঝে সম্মান এবং শ্রোতাদের ভালবাসা অর্জন শিল্পীদের বেঁচে থাকার প্রধান প্রেরণা। তেমনি শ্রোতাদের ভালোবাসা অর্জনে যিনি সুর দিয়ে আরো বহুদূর যেতে যান তিনি হলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী সিঙ্গার জুলি। সংগীত জগতে দীর্ঘপথ পাড়ি দিয়ে যিনি এখনো নীল রঙে রাঙানো গানের আকাশে সুর নিয়ে উড়ে বেড়ানো পাখির মত সংগীতভুবনে অবাধ বিচরণ করছেন।
কণ্ঠশিল্পী জুলির অনেক আগ থেকে অগনিত গান রিলিজ হয়েছে। কাজী শুভ ও কণ্ঠশিল্পী জুলির ‘তুমি আমার হার্টবিট’ ইউটিউব চ্যানেল আজাদ মিউজিক স্টেশন । গানটির কথা সুর ও মিউজিক করেছেন এ.এইচ.তূর্য। গানটিতে মডেল হিসাবে ছিলেন এস.কে.তৃষ্ণা ও সিয়াম। রূপসজ্জায় আরিফ ও রশিদ, ডান্স কোরিওগ্রাফারে রয়েছে নূহ রাজ। এছাড়াও শিল্পী জুলির বিভিন্ন প্রকারের মৌলিক গান রয়েছে। এর মধ্যে ১ম মৌলিক গান ‘আগুন’। যার কথা ও সুর ইকন বাবু, মিউজিক ও ভিডিও পরিচালনায় আলাউদ্দিন আলো। ২য় মৌলিক গান ‘ক্রাস’রিলিজ হয় সংগীতার ব্যানারে। গানটির ভিডিও নির্মাতা ছিলেন এ.বাবুল।
গানটির কথা এম.এ.আলম শুভ, সুর করেছেন ইকন বাবু। ৩য় মৌলিক গান ‘বেলি ফুলের মালা’ কথা ও সুর করেছেন কামরুল আযম টিপু। ৪র্থ মৌলিক গান হল সুনাম ধন্য গীতিকার দেলোয়ার আরজুদা শরফ ও প্রখ্যাত সুরকার অভি আকাশের সুরে ‘তুই আমার জীবন’। সবকটি গানের মিউজিক ডিরেক্টর হলেন, চট্টগ্রামের সু-পরিচিত মুখ-আলাউদ্দিন আলো,পরিচালনায় আসাদুজ্জামান আজাদ। এছাড়াও চট্টগ্রামের আঞ্চলিক গানের গীতিকার ইউনূস বাঙালির লিখা ও সুরে বেশ কয়েকটি মিউজিক ভিডিও রিলিজ হয়েছে শাহআমানত মিউজিক কোং থেকে। এছাড়া জুলির ‘একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার’ গানটি ব্যপক জনপ্রিয়তা পেয়েছে। পাশাপাশি এই শিল্পী জুলির কভার সং অনেক রয়েছে। ইউটিউবে ব্যাপক সাড়া পায় রঙ্গিলা মাঝি,মিউজিক্যাল ফ্লিম,আদর গরি পান খাবাইওম, সাবিনা ইয়াসমিনের অন্তর জ্বালাইলা, আইলো দারুন ফাগুনরে। এছাড়াও গীতিকার বেলাল উদ্দিনের লিখায় করেছেন মিউজিক ভিডিও চুপি চুপি প্রেম ও প্রেমের নেশা। এ গানের মিউজিক করেছেন আলাউদ্দিন আলো, পরিচালনা আসাদুজ্জামান আজাদ।
এছাড়া কণ্ঠ শিল্পী জুলির বাজারে রয়েছে কভার সং ‘আইলো দারুন ফাগুন রে’. মেসআপ ডুয়েট গান ‘তুমি আমার কত চেনা, তুমি মোর জীবনের ভাবনা, কি দিয়া মন কাড়িলা, বুকে আছে মন, কিছু কিছু ভালোবাসা এমনোত হয়, তুমি ভুলে যেও সবই বাজারে রয়েছে। এঘুলোতে কন্ঠ দিয়েছেন,আসাদুজ্জামান আজাদ ও জুলি।
অন্যদিকে শিল্পী জুলি মৌলিক গান ‘তোর কথা ভেবে ভেবে নিশি হয় ভোর’ বাজারে রয়েছে। গানটির গীতিকার দেলোয়ার আরজুদা শরফ,সুরকার অভি আকাশ,মিউজিক আলাউদ্দিন আলো, ভিডিও পরিচালনা, ডিরেক্টর আসাদুজ্জামান আজাদ এবং এটা বিগ বাজেটের নতুন ধামাকা। কণ্ঠশিল্পী জুলির গত বছর থেকে আরো কিছু নতুন মৌলিক গান রিলিজ হয়েছে।
‘টেক্সি গাড়িতে সুন্দরী মাইয়া. কণ্ঠশিল্পী-আকাশ সেন ও জুলি, গীতিকার-সালাউদ্দিন সাগর , সুরকার-এফ.এ.প্রিতম, মিউজিক-এন ফরহাদ, মিক্স মাস্টার- ওয়াহেদ শাহিন, পরিচালনা-আসাদুজ্জামান আজাদ। ‘যাব একদিন মরিয়া’ গানটির কন্ঠশিল্পী- জুলি, কথা, সুর ও মিউজিক- এ.এইচ.তূর্য, পরিচালনা-আসাদুজ্জামান আজাদ। ‘তোমার মনে অন্য মানুষ ভাবতে অবাক লাগে’ গানটির কথা ও সুর- অভি আকাশ, মিউজিক- রেজওয়ান শেখ, পরিচালনা- আসাদুজ্জামান আজাদ। গানগুলো রিলিজ হয়েছে -ইউটিউব চ্যানেল -আজাদ মিউজিক স্টেশন থেকে।অন্যদিকে ‘কলিজাতে করলা ঘাও’ গানটির কথা ও সুর- রনক রায়হান, মিউজিক- আহমেদ সজীব, পরিচালনায-আসাদুজ্জামান আজাদ, গানটি রিলিজ হয়েছে নগদের সৌজন্যে” ঈগল মিউজিক কোং থেকে।