শনিবার, আগস্ট ৩০, ২০২৫
spot_img

চট্টগ্রামে শ্যালিকাকে ধর্ষণ মামলায় দুলাভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে শ্যালিকাকে ধর্ষণের দায়ে দাযেরকৃত মামলায় মো. পারভেজ প্রকাশ মাসুদ (৩৩) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ফটিকছড়ির ভুজপুর থানার নারায়নহাট ইউনিয়নে শ্যালিকাকে ধর্ষণের মামলায় মঙ্গলবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক বেগম ফেরদৌস আরা এ রায় দেন। রায়ের সময় আসামি ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানামূলে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার নথি থেকে জানা যায়, ২০১৯ সালের ৫ আগস্ট ভুজপুর থানার নারায়নহাট ইউনিয়নে একটি জঙ্গলের ভিতরে ১৫ বছরের কিশোরীকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে চাচাতো বোনের জামাই মো. পারভেজ প্রকাশ মাসুদ জোরপূর্বক ধর্ষণ করে। একই সময় ভিকটিমের আপত্তিকর ছবি মোবাইলে ধারণ করে ছবি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে একই বছরের ১৫ সেপ্টেম্বর পুনরায় ধর্ষণ করে। এ ঘটনায় ধর্ষণের শিকার কিশোরীর বোন থানায় একই বছরের ২৭ সেপ্টেম্বর থানায় মামলা করেন। পুলিশ মামলার তদন্ত শেষে ২০২০ সালের ১৭ নভেম্বর আদালতে অভিযোগ পত্র দাখিল করেন। ২০২১ সালের ১৭ অক্টোবর ট্রাইব্যুনালে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। আসামি পারভেজ দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি প্রদান করেন।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি এড. এম এ নাসের চৌধুরী জানান, ৯ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণে শ্যালিকাকে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি পারভেজ প্রকাশ মাসুদকে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯ (১) ধারায় যাবজ্জীবন কারাদণ্ড, ১ লাখ টাকা অথর্দণ্ড অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। এছাড়া পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ এর ৮(২) ধারায় দোষী সাব্যস্ত করে ৫ বছরের সশ্রম কারাদণ্ড, ১ লাখ টাকা অর্থদন্ড অনাদায়ে ১ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। উভয় সাজা পর্যায়ক্রমে চলবে।

সর্বশেষ

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

সাতকানিয়ার বাজালিয়া ইউনিয়ন শাখা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা

সাতকানিয়া প্রতিনিধি : দীর্ঘ অর্ধ যুগের বেশি সময় পর...
spot_img