খবর বিজ্ঞপ্তি : বৈষম্যবিরোধী প্রগতিশীল নাগরিক সমাজ -এর উদ্যোগে ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক (রা.)’র ১৩৯০তম ওফাত দিবস পালন উপলক্ষে শুক্রবার সকালে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভাপতির ভাষণে সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লায়ন হায়দার আলী চৌধুরী বলেন, মানুষের জন্য বিপদ-আপদ মহান আল্লাহতায়ালার পক্ষ থেকে পরীক্ষা স্বরূপ। বন্যা-জলোচ্ছ্বাস ও ভূমিধ্বসের মাধ্যমেও তিনি তাঁর বান্দাদের ধৈর্য্যের পরীক্ষা নেন। পবিত্র কোরআনের সূরা বাক্বারার ১৫৫ নং আয়াতে এরশাদ হয়েছে, নিশ্চয়ই আমি (আল্লাহ) তোমাদের ভয়, ক্ষুধা এবং ধনসম্পদ ও ফল ফসলাদির ক্ষয়ক্ষতি দিয়ে পরীক্ষা করবো। (হে রাসুল) আপনি ধৈর্য্যশীলদের শুভ সংবাদ প্রদান করুন।দেশে বর্তমান ভয়াবহ বন্যা জলোচ্ছ্বাস ও প্রাণহানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে হায়দার আলী চৌধুরী সকল প্রকারের বিপদ-আপদ এবং বালা-মছিবত পরিস্থিতিতে ধৈর্য্য ধারণ করে সাধ্যমতো বন্যা কবলিত এলাকার বিপদাপন্ন মানুষের পাশে দাঁড়ানোর জন্য বৈষম্যবিরোধী প্রগতিশীল নাগরিক সমাজ -এর সকল সদস্যদের প্রতি আহ্বান জানান। সভায় বক্তব্য রাখেন মোহাম্মদ হাসান ফালু,মোহাম্মদ শাহজাহান, রুমা আক্তার, মোহাম্মদ ইউসুফ, নুরুল আমিন প্রমূখ। সভাশেষে মাওলানা মতিউর রহমানের পরিচালনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


