নিজস্ব প্রতিবেদক: অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় কর্তৃক চট্টগ্রাম মহানগরীর খাতুনগঞ্জ পাইকারি বাজার এলাকায় বিভিন্ন পাইকারি বিক্রেতার আড়তে অভিযান পরিচালনা করা হয়। পেঁয়াজ, রসুন আদাসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে এ তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।
তদারকিকালে চায়না, পাকিস্তানি ও ইন্ডিয়ান পেয়াজ সাম্প্রতিক ভয়াবহ বন্যার সুযোগে (কোন যথাযথ কারণ দেখাতে পারেননি ব্যবসায়ীগণ) মাত্র সপ্তাহের ব্যবধানে কেজী প্রতি ২০-২৪ টাকা মূল্য বৃদ্ধি করে বিক্রয় করার অপরাধে ২ টি প্রতিষ্ঠানকে ৩০ হাজার ও ৫০ হাজার মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ পণ্যসমুহ পুর্বের দামে বিক্রয়ের নির্দেশনা প্রদান করা হয়েছে। জনস্বার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এরূপ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানা গেছে।
