মিরসরাই প্রতিনিধি: মিরসরাইয়ের জোরারগঞ্জ থানাধীন বাঁশখালী, পাতাকোট ও সাহেবপুর গ্রামের প্রায় চার শাতাধিক বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবরের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। মিরসরাইয়ের উপজেলার ওসমানপুর ইউনিয়নের সন্তান, দুবাই প্রবাসী, জেডএন্ডএস গ্রপের চেয়ারম্যান মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি এর পক্ষে থেকে এসব ত্রাণ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, শিক্ষক রুবেল হোসেন, নাঈম ভূঁইয়া, বোরহান ভূঁইয়া, সুজন চৌধুরী প্রমূখ। ত্রান বিতরণকালে বলা হয়, মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি এর মত হৃদয়বান ব্যক্তিদের মাধ্যমে আমরা সমাজের দুঃস্থ ও বিপদে পড়া মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের সাময়িক দুর্দশাকে লাঘব করার মাধ্যমে তাদের মুখে হাসি ফোটাবার চেষ্টা করে যাব। আশা করি আপনি ভবিষ্যতেও এভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। আবারও আপনার প্রতি আমাদের ‘অভিনন্দন ক্লাব’ পরিবার কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আপনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি।