শনিবার, আগস্ট ৩০, ২০২৫
spot_img

চট্টগ্রামে জোড়া খুনের ঘটনায় দুই হত্যা মামলা

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে নগরীর বায়েজিদ বোস্তামী ও হাটহাজারী থানাধীন কুয়াইশ টু অক্সিজেন রোডের নাহার গার্ডেনের সামনে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকর্মী খুনের মামলায় দুটি হত্যা মামলা দায়ের হয়েছে। গত শুক্রবার রাতে নিহত মো. আনিসের স্ত্রী শামীম আকতার মনি (২৮) বাদী হয়ে সিএমপি বায়েজিদ বোস্তামী থানায় হত্যা মামলা দায়ের করেন।
একইভাবে যুবলীগ কর্মী মাসুদ কায়সার খুনের ঘটনায় তার ছোট ভাই বাদী হয়ে হাটহাজারী থানায় অপর একটি হত্যা মামলা দায়ের করেন। বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজয় কুমার সিনহা ও হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে আনিসকে নগরের অক্সিজেন-কুয়াইশ সড়কের নাহার গার্ডেন এলাকায় এবং মাসুদকে হাটহাজারী উপজেলার পশ্চিম কুয়াইশ এলাকায় গুলি ও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
নিহতের পরিবার ও স্থানীয়দের দাবি, চট্টগ্রামে নিহত আওয়ামী লীগ ও যুবলীগের এই দুই নেতাকর্মী ছিলেন হাটহাজারীর সাবেক উপজেলা চেয়ারম্যান ইউনুচ গণি চৌধুরীর অনুসারী।
নিহত মো. আনিস নিহতের ঘটনায় করা মামলায় এজাহারনামীয় আসামিরা হলেন-হাটহাজারী বুড়িশ্চর ইউনিয়নের মো. আরমান বাচ্চু (৩৫), মোহাম্মদ জাহাঙ্গীর (৪০), মো. সাজ্জাদ হোসেন (২৫), বায়েজিদ বোস্তামী শহিদনগরের মো. হাসান (৩৫) ও অজ্ঞাতনামা ৩-৪ জনকে আসামি করা হয়েছে।
অপরদিকে, হাটহাজারীর কুয়াইশ-বুড়িশ্চর এলাকায় মাসুদ কায়সার হত্যার ঘটনায় ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৮-১০ জনকে আসামি করে মামলা হয়েছে।

সর্বশেষ

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

সাতকানিয়ার বাজালিয়া ইউনিয়ন শাখা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা

সাতকানিয়া প্রতিনিধি : দীর্ঘ অর্ধ যুগের বেশি সময় পর...
spot_img