সোমবার, ডিসেম্বর ১, ২০২৫
spot_img

চট্টগ্রামে সাগরে জেলেদের জালে মিলছে মিঠাপানির মাছ

নিজস্ব প্রতিবেদক: দেশের অন্যান্য স্থানের মত চট্টগ্রামে সৃষ্ট বন্যায় বিভিন্ন উপজেলায় মাছের ঘের, জলাশয় ও পুকুর তলিয়ে যাওয়ায় মিঠা পানির মাছ সাগরে চলে এসেছে। গত কয়েকদিন ধরে সাগরে জেলেদের জালে আটকা পড়ছে মিঠা পানির রুই, কাতলা ও মৃগেলসহ বিভিন্ন প্রজাতির মাছ।এদিকে প্রতিছর এ সময়ে নগরীর সমুদ্র উপকূলে বসতো ইলিশের হাট। কিন্তু এখনও কাঙ্খিত ইলিশের দেখা পায়নি এসব জেলেরা। ইলিশ কিনতে গিয়ে এখন হতাশ হয়ে ফিরছেন উপকূলের বাসিন্দারা। কিনে আনছেন পুকুরে চাষ করা মাছ।
জানা গেছে, সাধারণত মিঠা পানির মাছ সাগরে চলে আসলে বেঁচে থাকার কথা নয়। তবে মৎস্য কর্মকর্তার মতে বন্যার সময় এসব পুকুর জলাশয় তলিয়ে যাওয়ার পর এসব মাছ বিভিন্ন খাল ও উন্মুক্ত স্থানে আটকে ছিল। ধীরে ধীরে এগুলো সাগরে নামছে। এছাড়া বৃষ্টির কারণে সাগর উপকূলে পানির লবণাক্ততা অনেক কম। যার কারণে এখন জেলেদের জালে আটকা পড়ছে এসব মাছ।
জানতে চাইলে জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ বলেন, বন্যায় চট্টগ্রাম উপকূলের বেশ কয়েকটি উপজেলা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয় মিরসরাই। পুরো জেলায় মৎস্য খাতে ক্ষতি হয়েছে প্রায় ২৯০ কোটি টাকা। এর মধ্যে শুধুমাত্র মিরসরাইয়ে ক্ষতি হয়েছে প্রায় অর্ধেক। এছাড়াও সীতাকুণ্ড এবং নগর উপকূলেরও অনেক মৎস্য ঘের ও জলাশয় বন্যার পানিতে তলিয়ে গেছে। যার ফলে প্রায় ১৬ হাজার টনের বেশি মাছ ভেসে গেছে। এসব মাছ পানির স্রোতের সাথে মিশে সাগরে চলে এসেছে।
চট্টগ্রাম মহানগরীর উপকূলীয় ঘাটগুলো ঘুরে দেখা গেছে, সারি সারি নৌকা করে সাগর থেকে মাছ ধরে ফিরছেন জেলেরা। মাছের ঝুড়ি কাঁধে নিয়ে জেলেরা ডাঙায় উঠতে ভিড় করছেন ইলিশের কেনার আশায় সৈকতে আসা ক্রেতারা। কিন্তু তাদের সবাইকে হতাশ হয়ে ফিরতে হচ্ছে। ঝুড়িতে ইলিশের পরিবর্তে বোঝাই করা আনা হচ্ছে বিভিন্ন প্রজাতির মিঠা পানির মাছ।
স্থানীয় জেলেরা জানান, সাগরে এখন ইলিশের আকাল পড়েছে। পুরো জালে ৮-১০ কেজি ইলিশও মিলছে না। গত পূর্ণিমা অর্থাৎ ২০ জুলাইয়ের পর থেকে কিছু মাছ জালে ধরা পড়েছে। এখন ইলিশ পাওয়া যাচ্ছে সামান্য। গত ৪/৫দিন ধরে জালে আটকা পড়ছে বেশির ভাগ মিঠা পানির মাছ।
দক্ষিণ কাট্টলী রানি রাসমিন ঘাটে গিয়ে দেখা গেছে, সাগর থেকে আনা মাছগুলো বিক্রির জন্য সৈকতের পাইকারি বাজারে রাখা হয়েছে। এরমধ্যে বেশিরভাগ রুই, কাতলা মৃগেল, তেলাপিয়াসহ বিভিন্ন প্রজাতির মিঠা পানির মাছ। পাইকারি বাজারে এসব মাছ প্রকার ভেদে কেজি প্রতি ১০০ টাকা থেকে ২৫০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।
এলাকার জেলে সর্দার খেলন জলদাস বলেন, এখন মিঠা পানির মাছও কিছুটা কমে এসেছে। তবে আজও (শুক্রবার) শুধুমাত্র এই ঘাটে প্রায় দুই টন মিঠা পানির মাছ পাওয়া গেছে। যদিও এদের বেশিরভাগ মৃত।

সর্বশেষ

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img