নিজস্ব প্রতিবেদক: বিডিআর কল্যাণ পরিষদ চট্টগ্রাম এর পক্ষ থেকে মঙ্গলবার সকাল ১১টায় চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে স্মারক লিপি প্রদান করা হয়। স্মরকলিপি প্রদান শেষে বিডিআর কল্যাণ পরিষদ চট্টগ্রাম এর নেতৃবৃন্দ প্রেস ব্রিপিং করেন। চট্টগ্রাম বিডিআর কল্যাণ পরিষদের উপদেষ্টা মো. আব্দুল হাকিম ও মো. শাহজাহানসহ জেলার অন্যান্য চাকরিচ্যুত বিডিআর সদস্যরা উপস্থিত থেকে তাদের চাকরিতে পূর্নবহালের আবেদন জানান।
স্মরকলিপিতে ২০০৯ সালের ২৫ ও ২৬ ফ্রেব্রুয়ারী ঘটে যাওয়া ইতিহাসের নরকীয় হত্যাযজ্ঞের তীব্র নিন্দা জানান এবং ওই সময়ের গঠিত প্রহসনের বিশেষ আদালতের সমস্ত কার্যক্রম নির্বাহী আদেশের মাধ্যমে বাতিলের দাবি জানান। এছাড়া তাদের উপর নির্যাতনের বর্ণনা এবং দীর্ঘদিনের মানবেতর জীবন যাপনের কথা উল্লেখ করে বর্তমান অন্তর্বতী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার একান্ত সুদৃষ্টি কামনা করেন।