নিজস্ব প্রতিনিধি ::মীরসরাই উপজেলা সদরস্থ মাতৃকা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা: সালাউদ্দিন খাঁন তাহার বিরুদ্ধে আনিত বিভিন্ন অভিযোগের দায় স্বীকার করে স্বেচ্ছায় হাসপাতালের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন।
মাতৃকা হাসপাতালের পরিচালনা পরিষদের চেয়ারম্যান আবু তাহের ভূঞা জানান, চলতি বছরের শুরুতে উক্ত হাসপাতালের নতুন পরিচালনা পরিষদ এর গঠনের পর নিজ থেকেই ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব গ্রহন করে সালাউদ্দিন খাঁন। এরপর থেকে বিভিন্ন সময় বিভিন্ন ষ্টাফদের আনিত অনৈতিক অভিযোগাদি শুনে আসছিলাম। ইতিমধ্যে আমাদের হিসাব বিভাগ থেকে ও বিভিন্ন অভিযোগ পাওয়া যায়। অবশেষে সকল অভিযোগের আলোকে গত শনিবার ( ২৮ সেপ্টেম্বর) পরিচালনা পরিষদের সভায় অভিযুক্ত সালাউদ্দিন খাঁন নিজেই সকল অভিযোগের দায় স্বীকার করে হাসপাতালের পরিচালনা পরিষদ ও ব্যবস্থাপনা পরিচালক পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেন। উক্ত পদত্যাগপত্র স্বাক্ষরকালে পরিচালনা পরিষদের সভায় আরো উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার জাহিদুল আলম ও ডা: গিয়াস উদ্দিন, ডিএমডি ইয়াছির আরাফাত ও হারুনুর রশিদ পারভেছ, পরিচালক নাছির উদ্দিন এবং পরিচালক ও জিএম রিয়াজ উদ্দিন রনি।