দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি: দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভাস্থ সাতকানিয়া সমাজ কল্যাণ সমিতি (সাসকস) এর কার্যালয় উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাসকস’র পৃষ্ঠপোষক চেয়ারম্যান হাজী রফিকুল আলম। উদ্বোধক ছিলেন সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোস্তাফা কামাল খান। সাসকস’র প্রধান উপদেষ্টা এড. আমান উল্লাহ আমানের সভাপতিত্বে এবং সাসকস’র উপদেষ্টা পরিষদের সদস্য সচিব,
আরিফুল হক কাইছারের উপস্থাপনায় উপস্থিত ছিলেন হাজী মোহাম্মদ শাহ আলম, এস.এম. আনোয়ার হোসাইন, কবির মোহাম্মদ মহসিন, মোহাম্মদ শওকত আলী, মাষ্টার জয়নাল আবেদীন, শাহ মোহাম্মদ এমরান, শহীদুল আলম লিটন, এহসান হাবিব, মোহাম্মদ বাবর, মোহাম্মদ ইসমাঈল, মোহাম্মদ মাঈনুদ্দীন, ইকবাল হোসেন বাবুল, দেলোয়ার হোসেন ডালিম, অধ্যক্ষ হামিদ উদ্দিন আজাদ প্রমূখ। এছাড়া অনুষ্ঠানের পৃষ্ঠপোষক পরিষদ, সাসকস’র উপদেষ্টা পরিষদ, কার্যকরী পরিষদ এবং সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে সাসকস’র কার্যকরী পরিষদের( ২০২৪-২০২৫) সভাপতি সাজ্জাদুল হক শাকিল সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য এবং আগামীর কর্মপরিকল্পনা তুলে ধরেন। সাংগঠনিক সম্পাদক মেহেরাব হোসেন সাসকস’র ইতিহাস ও ঐতিহ্য নিয়ে লিখিত বক্তব্য পেশ করেন। প্রধান উপদেষ্টা আমান উল্লাহ আমান আগামী ২৫ অক্টোবর রোজ জুমাবার কার্যকরী পরিষদের “অভিষেক অনুষ্ঠান ও সাংস্কৃতিক সন্ধ্যা” আয়োজনের রূপরেখা প্রকাশ করেন।
অনুষ্ঠানের উদ্বোধক মোস্তফা কামাল খান বলেন, সাতকানিয়া সমাজ কল্যাণ সমিতি (সাসকস) এর কার্যকলাপ যেন পুরো সাতকানিয়ার রোল মডেল হিসেবে কাজ করে। কিশোর গ্যাং নির্মূল, দখলদারিত্ব এবং মাদকের বিরুদ্ধে তিনি কঠোর ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করেন। প্রধান পৃষ্ঠপোষক হাজী রফিকুল আলম আগামী ২৫ অক্টোবরের আয়োজনকে সফল ও সার্থক করতে সকলের কাছে বিনীত অনুরোধ করেন। তিনি অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হওয়ায় উপস্থিত সকলকে, সংগঠনের বর্তমান কার্যকরী পরিষদ এবং সংগঠনের সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা জানান।
প্রসঙ্গত, সাতকানিয়া সমাজ কল্যাণ সমিতি (সাসকস) ২০০৭ সালে আত্মপ্রকাশ হওয়ার পর থেকে একটি জনকল্যাণমূখী সামাজিক সংগঠন, মেধাবীদের প্রিয় ঠিকানা, গরীব ও অসহায়দের আশ্রয়স্থল হয়ে উঠেছে।