নিজস্ব প্রতিবেদক: এক ঘন্টার জন্য চট্টগ্রাম জেলা শিশু বিষয়ক কর্মকর্তার প্রতীকী দায়িত্ব পালনকারী ন্যাশনাল চিলড্রেন্স টাস্কফোর্স-এর শিশু গবেষক ফাতেমা আক্তারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা শিশু একাডেমির শিশু বিষয়ক কর্মকর্তা মোছলেহ উদ্দীন
ন্যাশনাল চিলড্রেন্স টাস্কফোর্স (এনসিটিএফ) চট্টগ্রামের আয়োজনে বুধবার বিকেল ৩টায় এক ঘন্টার জন্য শিশু একাডেমিতে জেলা শিশু বিষয়ক কর্মকর্তার প্রতীকী দায়িত্ব পালন করেছেন এনসিটিএফ’র শিশু গবেষক ফাতেমা আক্তার। তিনি বর্তমানে কাপাসগোলা সিটি কর্পোরেশন মহিলা কলেজের একাদশ শ্রেণিতে অধ্যয়রনত। ‘গার্লস টেকওভার’ ইয়েস বাংলাদেশ, ইয়ুথ ফর চেঞ্জ, আইন ও সালিশ কেন্দ্র এবং প্ল্যান ইন্টারন্যাশনালের বৈশ্বিক কার্যক্রমের আওতায় এ কর্মসূচীর মাধ্যমে এক কিশোরী, কন্যা ও শিশু অথবা যুব নারীকে নেতৃত্ব প্রদানকারীর ভূমিকা পালন করতে সহায়তা করা। যাতে তার আত্মবিশ্বাস বাড়ে এবং নিজের স্বপ্ন পূরণের সে অঙ্গীকারবদ্ধ হয়। জাতীয় পর্যায়ের শিশু সংগঠন ন্যাশনাল চিলড্রেন্স টাস্কফোর্স (এনসিটিএফ) এ লক্ষ্যে কাজটি করে যাচ্ছে। শিশু একাডেমির চট্টগ্রাম জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোছলেহ উদ্দীন তার কার্যালয়ের এনসিটিএফ’র শিশু গবেষক ফাতেমা আক্তারকে এক ঘন্টার জন্য দায়িত্ব হস্তান্তর করেন এবং তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।
এক ঘন্টার জন্য দায়িত্ব নিয়ে এনসিটিএফ’র শিশু গবেষক ফাতেমা আক্তার বলেন, আমাদের দেশে বড় বড় জায়গায় নারীরা রয়েছেন। নারীরা যদি উচ্চ পর্যায়ে আসতে পারে তাহলে তারা পুরুষের সমান ভালভাবে দায়িত্ব পালন করতে পারবে। তিনি জেলার শিশুদের উন্নয়নে নানান পরিকল্পনা গ্রহণ করার কথা বলেন। পাশাপাশি শিশু একাডেমিকে আরও এগিয়ে নিয়ে যেতে তার বিভিন্ন পরিকল্পনার কথা জানান তিনি।
এ সময় শিশু একাডেমির জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোছলেহ উদ্দীন বলেন, এনসিটিএফ সবসময়ই শিশুবান্ধব বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। তিনি সকল উদ্যোগকে প্রশংসা জানিয়ে পরবর্তী সবসময় এনসিটিএফ’র পাশে থাকার আশ্বাস দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনসিটিএফ’র সভাপতি সাকিবুল হাসান, সাধারণ সম্পাদক পূজা দেব, শিশু সাংবাদিক ইফরাজ হোসেন, চাইল্ড পার্লামেন্ট মেম্বার ইউসরান, ইয়েস বাংলাদেশ’র জেলা ভলান্টিয়ার তানজিম আশরাফ ও তানজিয়া নওরীন। আনন্দঘন পরিবেশে উক্ত অনুষ্ঠান সম্পন্ন হয়।
