শনিবার, আগস্ট ৩০, ২০২৫
spot_img

চট্টগ্রামে নৌকাডুবি : ১৫টি নৌকার ২৬ মাঝিমাল্লাকে উদ্ধার

চট্টগ্রামের বঙ্গোপসাগরে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে ডুবে যাওয়া ২৬ মাঝিমাল্লাকে উদ্ধার করেছে কোস্টগার্ড। অন্তত ১৫টি নৌকা থেকে এদের উদ্ধার করা হয়। বুধবার সকালে চট্টগ্রামের আনোয়ারা থেকে কক্সবাজারের মহেশখালী পর্যন্ত এলাকায় উত্তাল সাগরে লবণবোঝাই নৌকাগুলো ডুবে যায়।
জানা গেছে, তিনদিন পর আবহাওয়া পরিস্থিতি ভালো দেখে কক্সবাজারের কুতুবদিয়া থেকে লবণের চালান নিয়ে সাগরে নামে অন্তত ৬০টি কাঠের নৌকা। গন্তব্য ছিল চট্টগ্রাম নগরীর মাঝিরঘাটে লবণের গুদাম। মাঝ সাগরে ঝড়ের কবলে পড়ে কয়েকটি নৌকা ডুবে যায়। উত্তাল সাগরে মাঝি ও লবণ শ্রমিকরা কোনোরকমে বাঁচার চেষ্টা করেন। সাঁতার কেটে ও কাঠের ওপর ভেসে তাদের অনেকে পৌঁছান শঙ্খচর নামে একটি স্থানে। খবর পেয়ে কোস্টগার্ডের সদস্যরা শঙ্খচর ও আশপাশের এলাকা থেকে ২৬ জনকে উদ্ধার করেন।
উদ্ধারের পর তাদের নগরীর পতেঙ্গায় কোস্টগার্ডের পূর্বাঞ্চলের ক্যাম্পে নিয়ে আসা হয়। মাঝি ও লবণ শ্রমিকরা এ সময় ভীতসন্ত্রস্ত ও ক্লান্ত ছিলেন। পরে পরিবারের সদস্যদের পেয়ে অনেকে কান্নায় ভেঙ্গে পড়েন।
কোস্টগার্ড পূর্বাঞ্চলের কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মো. সুয়াইব বিকাশ জানান, সকাল ৮টা ২০ মিনিটের দিকে কালবৈশাখী ঝড় শুরু হয়। এ সময় উত্তাল সাগরে সাঙ্গু নদীর মোহনা, আনোয়ারার উঠান মাঝির ঘাট, বারো আউলিয়ার ঘাট, দোভাষী বাজার ঘাট থেকে বাঁশখালী, মহেশখালী পর্যন্ত এলাকায় লবণবোঝাই একাধিক নৌকা ডুবে যায়।
নৌকায় থাকা মাঝিমাল্লাদের অনেকে সাগরে ঝাঁপিয়ে পড়ে ভাসতে থাকেন। খবর পেয়ে কোস্টগার্ডের টহল জাহাজ অপূর্ব বাংলা দ্রুত সাঙ্গু নদীর মোহনায় পৌঁছায়। সেখানে ভাসমান ২৬ জন মাঝিমাল্লাকে জীবিত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়। সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত এ অভিযান চলে বলে জানান তিনি।
সুয়াইব বিকাশ আরো বলেন, আমাদের কাছে থাকা তথ্যানুযায়ী, লবণবোঝাই ১২ থেকে ১৫টি নৌকা ডুবে গেছে। মাঝিরা প্রাণ বাঁচাতে সাগরে ঝাঁপ দিয়ে ভাসতে থাকেন। এদের মধ্যে আমরা ২৬ জনকে উদ্ধার করেছি। তাদের পতেঙ্গায় এনে প্রাথমিক চিকিৎসা ও সেবা দিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আরও কেউ নিখোঁজ কিংবা ভাসমান অবস্থায় আছে কি না সেটা তল্লাশি করে দেখছি।

সর্বশেষ

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

সাতকানিয়ার বাজালিয়া ইউনিয়ন শাখা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা

সাতকানিয়া প্রতিনিধি : দীর্ঘ অর্ধ যুগের বেশি সময় পর...
spot_img