নিজস্ব প্রতিবেদক: ডেঙ্গু প্রতিরোধে করণীয় ও বিশেষ সচেতনতা শীর্ষক আলোচনা সভা অদ্য ৮ নভেম্বর শুক্রবার সকালে অনুষ্ঠিত হয়। প্রগতিশীল নাগরিক সমাজের উদ্যাগে আয়েজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লায়ন হায়দার আলী চৌধুরী। সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সভায় হায়দার আলী চৌধুরী বলেন, ডেঙ্গু একটি ভাইরাস জ্বর। এডিস নামীয় এক জাতের মশা ডেঙ্গু ভাইরাসের একমাত্র বাহক। এডিস মশার কামড়ে ডেঙ্গু জ্বর ছড়ায়। তাই এডিস মশার বিস্তার রোধ করতে পারলেই ডেঙ্গু প্রতিরোধ হবে। তাই বাড়ীর আঙ্গিনা, ছাদ, ঝোপ ঝাড়, আনাচে কানাচে নিয়মিতভাবে পরিস্কার পরিচ্ছন্ন রাখা প্রয়োজন। অব্যবহৃত বাড়ীর টায়ার, নির্মাণ কাজে ব্যবহৃত চৌবাচ্চা, পরিত্যক্ত টিনের কৌটা-প্লাস্টিকের বোতল- বালতি- ডাবের খোসা ইত্যাদি জিনিসপত্রে পাঁচদিনের বেশি যেন পানি জমে না থাকে, সেদিকে খেয়াল রাখা প্রয়োজন। বক্তব্য রাখেন আনোয়ার হোসেন, মিজানুর রহমান, সাধন দাশ, নুরুল করিম, মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ ইউসুফ, রণি ধর, ফাতেমা বেগম, রোজিনা আক্তার প্রমুখ।