মিরসরাই প্রতিনিধি: মিরসরাই বিশ্ববিদ্যালয় কলেজ হল রুমে আদর্শ শিক্ষক ফেডারেশন মিরসরাই উপজেলা সভাপতি শিহাব উদ্দিনের সভাপতিত্বে কলেজ শিক্ষক ফেডারেশনের সভাপতি ফেরদৌস হোসেনের সঞ্চালনায় শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার ৯ নভেম্বর সকাল ১০ ঘটিকায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন আদর্শ শিক্ষক ফেডারেশন চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ নুর নবী।বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক শিক্ষক পরিষদ চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি মিজানুর রহমান, কিন্ডারগার্টেন শিক্ষক পরিষদের সভাপতি খায়রুদ্দিন সোহেল, আদর্শ শিক্ষক ফেডারেশন চট্টগ্রাম উত্তর জেলা যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া সিরাজ, আদর্শ শিক্ষক ফেডারেশন মিরসরাইয়ের প্রধান উপদেষ্টা মাওলানা নুরুল কবির।
সমােবেেশ বক্তারা বলেন, বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে। শর্টকাট শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের মেধাশূন্য করে তুলছে। অনৈতিক কর্মকান্ডের কারণে বিগত দিনগুলোতে নীতি বর্জিত সমাজ ব্যবস্থা চালু হয়েছিল। আগামীতে জাতি গঠনে শিক্ষকরাই এগিয়ে আসতে হবে। দলীয় লেজুড়বৃত্তির বাহিরে গিয়ে জাতী গঠনে সকল শিক্ষকদের এগিয়ে আসতে হবে। বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন ও অন্তর্ভুক্ত ৯ টি শিক্ষক পরিষদের ৫ দফা দাবী উন্থাপিত হয়েছে।
