সোমবার, ডিসেম্বর ১, ২০২৫
spot_img

চট্টগ্রামে কাভার্ডভ্যান-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

নিজস্ব প্রতিবেদন: চট্টগ্রাম নগরের বন্দর বিশ্ব রোডে কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে রাহুল সাহা (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ২১ নং ওয়ার্ডে ভর্তি রয়েছেন অর্পিতা (২১) নামে আরও এক আরোহী ।শুক্রবার (১০ মে) রাত ৯টার দিকে বন্দর থানার নিমতলা বিশ্বরোড ফায়ার সার্ভিস ক্যাম্পের সামনে এ ঘটনা ঘটে।
নিহত রাহুল সাহা আন্দরকিল্লার রাজা পুকুর পাড় লেন এলাকার বাসিন্দা। তিনি প্রিমিয়ার ইউনিভার্সিটির সিইসি ডিপার্টমেন্টের ছাত্র ছিলেন। অন্যদিকে আহত অর্পিতা এনায়েত বাজারের গোয়ালপাড়া এলাকার রিপন সরকারের মেয়ে। তিনি ওই এলাকার রাজমহর সরকারের ভবনে ভাড়ায় থাকেন।
হতাহত দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্য মফিজুর রহমান জানান, বন্দর থানার নিমতলা বিশ্বরোড ফায়ার সার্ভিস ক্যাম্পের সামনে কাভার্ডভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হয়। সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে চমেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক রাহুলকে মৃত ঘোষণা করেন। এবং অপর আরোহী অর্পিতাকে ২১ নম্বর ওয়ার্ডে ভর্তি দেয়া হয়।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, কাভার্ডভ্যানের সঙ্গে মোটসাইকেলের সংঘর্ষে আহত দুইজনকে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক এক যুবককে মৃত ঘোষণা করেন। তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত অর্পিতা নামের এক নারী হাসপাতালের ২১ নং ওয়ার্ডে ভর্তি রয়েছেন।

 

সর্বশেষ

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img