নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মহানগরে সিট বরাদ্দে আধিপত্য বিস্তারের জের ধরে একটি ইনস্টিটিউটে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার দুপুর ৪টার দিকে পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে আবাসিক হলের এই সিট বরাদ্দ নিয়েদফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুটি রাজনৈতিক ছাত্রসংগঠনের নেতাকর্মীরা সংঘর্ষে জড়ায় বলে জানা গেছে।
খুলশী থানার উপ-পরিদর্শক মো. ইমাম বলেন, সাধারণ শিক্ষার্থীদের ওপর হঠাৎ করে রাজনৈতিক ছাত্রসংগঠনের নেতাকর্মীরা হামলা করেন। আমরা যতদূর জেনেছি, হলের সিট বরাদ্দকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
