পূর্বকাল ডেক্স: চট্টগ্রাম মহানগর সাবেক ছাত্রদল নেতা মো. ইকবালের ২০ তম মৃত্যবার্ষিকী আজ রোববার। এ উপলক্ষে তাঁর পরিবারের পক্ষ থেকে দিনব্যাপী কর্মসূচী গ্রহন করা হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল বাদ ফজর কোর আন খানি, কবর জিয়ারত, ফাতেহা পাঠ, বাদ যোহর মিলাদ ও দোয়া মাহফিল।এদিকে চট্টগ্রাম মহানগর সাবেক ছাত্রদল নেতা মো. ইকবালের ২০ তম মৃত্যবার্ষিকীতে এক বিবৃতিতে মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ নুরুল আলম, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি এম.এস রাজ্জাকসহ বিভিন্ন নেতৃবৃন্দ।


