সংবাদ বিজ্ঞপ্তি : চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেণীর ছাত্র ফারদিন আবরার গত ৭ ডিসেম্বর দুপুর ২টায় ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করে (ইন্নালিলাহি ওয়া ইন্না…….রাজিউন)। সে দীর্ঘ ৫ মাস ঢাকা, ভারত ও শেষে চট্টগ্রাম পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১৫ বছর। সে বাবা-মা, চাচা-চাচী, ভাই, বোন, আত্মীয় স্বজনসহ অসংখ্য বন্ধু-বান্ধব রেখে যায়। ফারদিন আবরার চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সদস্য ও সাবেক লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট লায়ন ইয়াকুব হোসাইন ইতুর ছোট ভাই শওকত হোসেনের ছেলে। ওই দিন রাত সাড়ে ৮টায় জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার মাঠে পশ্চিম ষোল শহরের স্বনামধন্য পরিবার শেখ আহমদ মুন্সির নাতি ফারদিন আবরারের নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যতে এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন অধ্যক্ষ, শিক্ষক/শিক্ষিকা, শিক্ষার্থীবৃন্দ। মরহুমের রুহের মাগফেরাত কামনাসহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।