বুধবার, সেপ্টেম্বর ১০, ২০২৫
spot_img

চট্টগ্রামে পাঁচ নারী পেলেন ‘শ্রেষ্ঠ জয়িতা’র পুরস্কার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে পাঁচ নারীকে ‘শ্রেষ্ঠ জয়িতা পুরষ্কার ২০২৪’ দিয়ে সম্মান জানিয়েছে জেলা প্রশাসন। সমাজ উন্নয়ন এবং নারীর ক্ষমতায়নে অসামান্য অবদান রাখায় সোমবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজের কনফারেন্স রুমে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে এক অনুষ্ঠানে এসব নারীকে উত্তরীয় পরিয়ে ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শরীফ উদ্দিন।
এ সময় সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় শ্রেষ্ঠ জয়িতার পুরষ্কার তুলে দেয়া হয় ট্রাই নারী ও যুব উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আইরিন নেছা মুনুমুনকে। নির্যাতনের বিভীষিকা মুছে নতুন উদ্যমে জীবন শুরুর জন্য লাভলী মজুমদার, সফল জননী হিসেবে চেমন আরা বেগম, শিক্ষা ও চাকরিক্ষেত্রে সাফল্য অর্জনের জন্য ডা. রওশন আক্তার এবং অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্যের জন্য নিগার শারমিন শ্রেষ্ঠ জয়িতার পুরষ্কার গ্রহণ করেন। মহিলা বিষয়ক অধিদপ্তর ও চট্টগ্রাম জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (ডিবি-পশ্চিম) শ্রীমা চাকমা।
মহিলা বিষয়ক অধিদপ্তর, চট্টগ্রামের উপ-পরিচালক আতিয়া চৌধুরীর সভাপতিত্বে এবং অধিদপ্তরের কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন প্রাক্তন উপ-পরিচালক মাধবী বড়ুয়া, হোসনে আরা বেগম, নারী উন্নয়নকর্মী জেসমিন সুলতানা পারু, উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিষনের প্রোগ্রাম ম্যানেজার জনি রোজারিও, প্রত্যাশীর সহকারী পরিচালক মো. সেলিম এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।

সর্বশেষ

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img