ফটিকছড়ি প্রতিনিধি: “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্য বিষষকে সামনে রেখে সোমবার আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৪ উপলক্ষে র্যালি ফটিকছড়ি উপজেলা পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম – ২ এর সহযোগিতায় ও উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, ফটিকছড়ির উদ্যোগে উক্ত র্যালি অনুষ্ঠিত হয়। এরপর এক সভায় এতে প্রধান অতিথি ছিলেন, ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোজাম্মেল হক চৌধুরী। ফটিকছড়ি বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক হলে সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আলী আহমদ মাষ্টারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, ফটিকছড়ি সহকারী কমিশনার ( ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ড. সেলিম রেজা, উপজেলা সমবায় অফিসার এম এ শহীদ ভুঁইয়া, উপজেলা নির্বাচন অফিসার অরুন উদয় ত্রিপুরা। উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক পল্লবী খাস্তগীরের উপস্থাপনায় সভায় সকল দপ্তরের বিভাগীয় প্রধানগণ, গার্ল গাইডস ফটিকছড়ি উপজেলার শিক্ষার্থীবৃন্দ।