নিজস্ব প্রতিবেদক: জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফোরাম জাতীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ও আলোকিত হাটহাজারী উন্নয়ন ফোরামের চেয়ারম্যান সৈয়দ মোস্তফা আলম মাসুম বলেন, চট্টগ্রাম শহরের সাথে সংযুক্ত উপ-শহর হাটহাজারীতে দীর্ঘদিন ক্রীড়ার পরিবেশ অগ্রসর ছিল না। প্রতিটি উচ্চ বিদ্যালয়ের মাঠগুলোর দীর্ঘ সময় পর্যন্ত সংস্কার কাজ হয় নাই। এলাকার ছাত্র ও যুব সমাজ এবং যারা ক্রীড়াঙ্গনের সাথে সংপৃক্ত তারা খেলাধুলার পর্যন্ত মাঠ পায়নি। যার ফলে মাদক সেবন সহ বিভিন্ন অপকর্মের সাথে ছাত্র ও যুব সমাজ সম্পৃক্ত হয়ে পড়েছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য প্রাথমিকভাবে সকল শিক্ষা প্রতিষ্ঠানের সকল মাঠগুলোকে সংস্কার কার্যক্রম শেষ করে ছাত্র ও যুব সমাজের অবক্ষয় রোধে এলাকাভিত্তিক ক্রীড়াঙ্গনকে শক্তিশালী করতে হবে বলে উল্লেখ করেন। তিনি গতকাল ১৫ ডিসেম্বর রাত ৮ টায় উত্তর হাটহাজারীর মির্জাপুর ইউনিয়নে রাজ্জাক আলী চৌধুরী স্মৃতি অলিম্পিক ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন। সংগঠনের আহ্বায়ক মো. জাহেদুল আলমের সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মো. আবুল কালাম মানিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাপুর ইউপির সাবেক সদস্য সৈয়দ শাহীনুল হক শাহেদ, উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আহান উল্লাহ আহাদ, মির্জাপুর ইউনিয়ন যুব দলের সভাপতি মো. জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মো. মোর্শেদুল আলম, সংগঠনের পৃষ্ঠপোষক ওমান প্রবাসী মো. জামশেদুল আলম চৌধুরী, মো. বাবলু, মো. রমিজ উদ্দিন, মো. আব্দুস শুক্কুর, মো. ফয়সাল, মো. নুর নবী, মো. আমির হোসেন প্রমুখ নেতৃবৃন্দ। উদ্বোধন খেলায় শক্তিশালী দুটি দল অংশগ্রহণ করে। সাদেক নগর একাদশ ১-০ গোলে খলিফাপাড়া ক্রীড়া পরিষদকে পরাজিত করে। এই টুর্নামেন্টে মোট বারোটি দল অংশগ্রহণ করছে।