মঙ্গলবার, ডিসেম্বর ২, ২০২৫
spot_img

শিল্পী সঞ্জিত আচার্য্যরে অবদান কোনদিন মুছে যাবে না

নিজস্ব প্রতিবেদক: লোককলা চর্চা কেন্দ্র (লোচক) এর উদ্যোগে সদ্য প্রয়াত কিংবদন্তি সংগীত শিল্পী সঞ্জিত আচার্য্যরে শোকসভা বিকেল সাড়ে ৩ টায় সংগঠনের দোস্তবিল্ডিংস্থ কার্যালয়ে বর্ষীয়ান সংগঠক মোহাম্মদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কর্মসূচীর শুরুতে শিল্পীর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন সংগঠনের পরিচালক ভাস্কর ডি.কে.দাশ মামুন। প্রধান অতিথি ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন-সাংস্কৃতিক সংগঠক রহমান হাবিব, জসিম উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ও আলোচকবৃন্দের মাঝে ছিলেন- সাংবাদিক মুকুল সিকদ্দার, আলমগীর সিকদার, ওস্তাদ অমলেন্দু রাহা, আবৃত্তি শিল্পী মেজবাহ চৌধুরী, নাট্যকর্মী জাবের হোসেন, এমরান হোসেন মিটু, সাংবাদিক বেলায়েত হোসেন, সংগঠক জসিম উদ্দিন চৌধুরী, কবিয়াল সন্তোষ কুমার দে, কবিয়াল হরিপদ দেয়ারী, শিল্পী এম.এ হাসেম, বীর মুক্তিযোদ্ধা এস.এম রফিক, প্রধান শিক্ষক তরণী কুমার সেন, সংগঠক প্রণব রাজ বড়ুয়া, শিক্ষিকা তাহেরা খাতুন, সাংবাদিক আবছার উদ্দিন অলি, আইটি এক্সপার্ট ধনঞ্জয় কুমার শর্মা, লোক কবি আব্দুল লতিফ, সংগঠক নিবেদিতা আচার্য্য, শিল্পী শর্মা, সংগঠক তাজুল ইসলাম রাজু, চৌধুরী জসীমুল হক, নাট্যকর্মী আজগর আলী, গীতিকার ইমরান ফারুকী, মোঃ মিজান, শিল্পী মুসলিম আলী জনি, শিল্পী সমীর সেন, সংগঠক সজল দাশ, শিল্পী উজ্জ্বল সিংহ প্রমুখ। আলোচনায় বক্তরা বলেন- “লোকশিল্প বাঙ্গালীর প্রান স্পন্দন”। চট্টগ্রামের আঞ্চলিক শিল্পী বিশেষ করে সংগীত ও নাটক যাঁদের শ্রম ও মেধালব্ধ গবেষনা, সৃষ্টি ও পরিবেশনায় বিশ্বব্যাপী একটি গৌরবের স্থান করে নিয়েছে তাদের মধ্যে শিল্পী সঞ্জিত আচার্য্য অন্যতম একজন রূপকার। তাঁর রচিত অনেক গান ও নাটক লাখো লাখো শ্রোতা-দর্শক- জনতার হৃদয়ে বহুকাল অনুরননিত হবে। তাঁর মতো শিল্পীরা সমাজ হতে যত না গ্রহণ করেন দিয়ে যান তার সহস্র গুণ। বক্তাগণ সঞ্জিত আচার্য্যরে সৃষ্টিকর্ম সংরক্ষনের জন্য বাংলাদেশ সংস্কৃতি মন্ত্রণালয়সহ সকল বিভাগের বদান্যতা কামনা করেন। অনুষ্ঠানের শুরুতে উপস্থিত সকলে তার স্মৃতির উদ্দেশ্যে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সঞ্চিত আচার্য্যরে দলীয় ও একক গান পরিবেশনায় অংশ নেন- শিল্পী মুসলিম আলী জনি, শিল্পী এম.এ হাশেম, জাহানারা পারুল, ডাঃ শিউলী চৌধুরী, আখেরুননেছা দিনা, শিল্পী বৃষ্টি দাশ, জ্যোতি শর্মা, গীতা রানী সিংহ,বিথী রানী সিংহ, মোঃ ফারুখ, পম্পি দাশ, জীবন তাতী, দিয়া দাশ, এমরান হোসেন মিঠু প্রমুখ।

 

সর্বশেষ

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img