রবিবার, আগস্ট ৩১, ২০২৫
spot_img

সিভাসু’র ফিশারিজ অনুষদের যুগপূর্তি উদযাপন

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ফিশারিজ অনুষদের এক যুগপূর্তি উদযাপন, ইন্টার্নশিপ ফিডব্যাক প্রোগ্রাম এবং কৃতী শিক্ষার্থীদের ডিন’স অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার যুগপুর্তি উপলক্ষ্যে অনুষদের উদ্যোগে সকাল ৯টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমানের নেতৃত্বে শোভাযাত্রায় অনুষদের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। শোভাযাত্রা শেষে সিভাসু অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় অনুষদের ৮ম ব্যাচের শিক্ষার্থীদের ইন্টার্নশিপ ফিডব্যাক প্রোগ্রাম এবং কৃতী শিক্ষার্থীদের ডিন’স অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান। ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. শেখ আহমাদ আল নাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভাসু’র কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো: কামাল, ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. ফেরদৌসী আকতার, পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) প্রফেসর ড. একেএম সাইফুদ্দীন, সামুদ্রিক মৎস্য দপ্তর, চট্টগ্রামের পরিচালক (সামুদ্রিক) মো: আবদুস ছাত্তার, মেরিডিয়ান গ্রুপের চেয়ারম্যান কোহিনুর কামাল, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শফিকুর রহমান, নিরিবিলি গ্রুপের পরিচালক সালেহীন রহমান মহিয়ান, এসিআই লিমিটেডের হেড অব বিজনেস (এসিআই এনিম্যাল হেলথ) ডা. মোহাম্মদ আমজাদ হোসেন এবং স্পেক্ট্রা হেক্সা ফিডস লিমিটেডের সহকারী মহাব্যবস্থাপক কৃষিবিদ মো: এনামুল হক। অনুষ্ঠানে ফিশারিজ অনুষদের সার্বিক কার্যক্রম তুলে ধরেন প্রফেসর ড. মো: ফয়সাল। স্বাগত বক্তব্য রাখেন ইন্টার্নশিপ কো-অর্ডিনেটর ড. হেলেনা খাতুন। পরে উপাচার্য কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করায় ফিশারিজ অনুষদের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের ০৩ জন শিক্ষার্থীর হাতে সম্মানজনক ডিন’স অ্যাওয়ার্ড তুলে দেন। ডিন’স অ্যাওয়ার্ডপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীরা হলেন-ইসরাত জাহান, পূর্ণিমা রানী দেবী ও শানজিদা হামিদ প্রিয়া। এছাড়া, অনুষ্ঠানে ইন্টার্ন শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান করা হয়।

সর্বশেষ

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

সাতকানিয়ার বাজালিয়া ইউনিয়ন শাখা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা

সাতকানিয়া প্রতিনিধি : দীর্ঘ অর্ধ যুগের বেশি সময় পর...
spot_img