শনিবার, আগস্ট ৩০, ২০২৫
spot_img

জামিল পেল চট্টগ্রাম ওয়াসার টাকা আত্মসাতে অভিযুক্ত দুই কর্মচারী

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম ওয়াসার সেই দুই কর্মচারীর জামিন মিলেছে। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আবু বকর সিদ্দিকের আদালত শুনানি শেষে গ্রাহকদের বিলের ২১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে থানায় সোপর্দ করা ওই দুই কর্মচারীর জামিনের আদেশ দেয়া হয়। দুই কর্মচারী হলেন, সংস্থাটির ডাটা এন্ট্রি অপারেটর আজমির হোসেন অভি (২৭) ও মিঠুন ঘোষ (৩১)। এদের মধ্যে অভি ঢাকা জেলার দোহার থানাধীন শাহ হাফিজ মাস্টার বাড়ির মো. আতিয়ার রহমানের ছেলে। মিঠুন ঘোষ চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট খান মোহনা গ্রামের আলমপুর সেনের বাড়ির অরুণ কান্তি ঘোষের ছেলে।
এর আগে, মঙ্গলবার ৫৪ ধারায় তাদের আদালতে সোপর্দ করলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সরকারি কৌঁসুলি (পিপি) কাজী ছানোয়ার আহমেদ লাভলু বলেন, গ্রাহকের ২১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তারকৃত দুদকের নিয়মিত প্রক্রিয়াধীন মামলার আসামি চট্টগ্রাম ওয়াসার দুই কর্মচারির জামিন দিয়েছেন আদালত।
ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, যেহেতু এটি দুদকের তফসিলভূক্ত অপরাধ সেহেতু ওই দুই কর্মচারীর বিরুদ্ধে নিয়মিত মামলা হবে, তদন্ত হবে—এটা প্রক্রিয়া আছে। কিন্ত মামলা প্রক্রিয়াধীন অবস্থায় দুই আসামির জামিন পাওয়াটা সঠিক হয়নি।
দুদক সূত্রে জানা গেছে, দুদক আইন ২০১৯ (সংশোধিত) অনুযায়ী— দুদকের তফসিলভূক্ত কোনো অপরাধে থানা সরাসরি এজাহার নিতে পারবে না। সেক্ষেত্রে এজাহারকে অভিযোগ আকারে নিয়ে আসামি হেফাজতে থাকলে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে সাধারণ ডায়েরিভুক্ত করে আসামিকে আদালতে প্রেরণ করবে। থানা পুলিশ আসামির বিরুদ্ধে মূল অভিযোগ দুর্নীতি দমন কমিশনে জিডিসহ প্রেরণ করবে। দুদকের সমন্বিত জেলা কার্যালয় থেকে এটি স্যাংশনের জন্য প্রধান কার্যালয়ে পাঠাবে। এরপর এজাহার দায়ের হবে।
ওয়াসা সূত্রে জানা গেছে, গ্রাহকদের কাছ থেকে বিলের টাকা আদায় করে ওয়াসার কম্পিউটার সিস্টেমে জমা দেখালেও, আদতে সে টাকা ওয়াসার ব্যাংক অ্যাকাউন্টে জমা করত না একটি চক্র। প্রাথমিক তদন্তে প্রায় ২৫ লাখ টাকার অনিয়ম শনাক্ত করেছে কর্তৃপক্ষ। এ ঘটনায় গত সোমবার আজমির হোসেন ও মিঠুন ঘোষ নামের ওয়াসার দুই কম্পিউটার অপারেটরকে পুলিশে সোপর্দ করা হয়। পাশাপাশি ওয়াসার কম্পিউটার প্রোগ্রামার থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে।

সর্বশেষ

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

সাতকানিয়ার বাজালিয়া ইউনিয়ন শাখা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা

সাতকানিয়া প্রতিনিধি : দীর্ঘ অর্ধ যুগের বেশি সময় পর...
spot_img