শুক্রবার, জানুয়ারি ৩০, ২০২৬
spot_img

প্রবাসীকে মারধর ও চাঁদাবাজির ঘটনায় চট্টগ্রাম আদালতে মামলা

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে প্রবাসীকে মারধর ও চাঁদাবাজির ঘটনায় চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছে এক প্রবাসী। রোববার (২৬ জানুয়ারি) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আজিম উদ্দিন নামে এক প্রবাসী চাঁদাবাজি, দস্যুদা আইনে এ মামলা (সিআর নং-৩০৬/২৫) দায়ের করেন। মামলায় সাইফুর রাহমান, বেলাল উদ্দিন,শফকত হোসাইন চাটগ্রামীসহ ১০/১২ জনকে অভিযুক্ত করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে চট্টগ্রাম মহানগর পিবিআইকে তদন্তের নির্দেশ প্রদান করেন।
মামলার এজাহার সূত্র জানা যায়, অভিযুক্ত সাইফুল রহমান দীর্ঘদিন ধরে বাদীর কাছে চাঁদা দাবি করে আসতেছে। এররই মধ্যে ওই প্রবাসী দেশে আসলে ৮ জানুয়ারি সন্ধ্যা ৭ টায় চট্টগ্রামের লালদিঘি পুরাতন গির্জা এলাকায় হোটেল থেকে নাস্তা করে বের হওয়ার সময় সাইফুর রাহমান,বেলাল উদ্দিন, শফকত হোসাইন চাটগ্রামীসহ ১০/১২ জনের একটি দল তাকে টেনে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে তার কাছ থেকে মানিব্যাকে থাকা ইউনাইটেড আরব আমিরাতের ৮ হাজার দেরহাম, একটি এমারত আইডি কার্ড, আকামা, আই ফোনসহ বিভিন্ন ডকুমেন্ট ছিনিয়ে নিয়ে যায়।এসময় তাকে প্রচুর মারধর করে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে তার ভগ্নিপতিকে খবর দিলে তাকে চমেক হাসপাতালে ভর্তি করে।
এ বিষয়ে মামলার বাদী প্রবাসী আজিম উদ্দিন জানান, বিদেশেও আমার রেস্টুরেন্টের ব্যবসা আছে অভিযুক্তদের সাথে আমার পূর্বের পরিচিতি ছিল। বিভিন্ন সময় আমার কাছ থেকে চাঁদা দাবি করে আসছে, চাঁদা না দিলে আমাকে নিয়ে বিভিন্ন অনলাইন ও পেপার পত্রিকায় আওয়ামী লীগের দোসরা এবং অতর্কিতভাবে আমাকে হত্যা করার চেষ্টা করতেছে কয়েকবার। সর্বশেষ ৮ জানুয়ারি রাত ৭ টায় আমাকে অপহরণ মারধর করে সব নিয়ে যায়। পরে আমাকে চমক হাসপাতালে ভর্তি করা হয়। আমি সুস্থ হয়ে আসলে কোতোয়ালি থানায় একটা মামলার এজাহার নিয়ে গেলে থানার কর্মরত অফিসার আমাকে আদালতে মামলা করার পরামর্শ দেয়। ঘটনা সত্যতা যাচাই করতে ইতিমধ্যে ঘটনার ভিডিও ফুটেজ কোতোয়ালে থানা এক পুলিশ কর্মকর্তার কাছে রয়েছে।
এই মামলার আইনজীবী এড. রিপন বলেন, আজিম উদ্দিন নামে একটা প্রবাসী মারধর ও অপহরণের ঘটনায় ৫ জনের নাম উল্লেখ করে ১০/১২ জ্ঞাত ব্যক্তির নামে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একটি সিআর মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিযে চট্টগ্রাম মহানগর পিবিআইকে তদন্তের নির্দেশ প্রদান করেন। ইতি পূর্বে অভিযুক্তদের বিরুদ্ধে আমার মক্কেল আরো তিনটি মামলা দায়ের করেছে।

 

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img