নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা এলাকার একটি হোটেল থেকে অসামাজিক কাজে লিপ্ত থাকায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো-মো. নুরুল আমিন (২৪), মো. তৈয়ব (২১) ও সানজিদা আক্তার ওরফে রনি (৩৫)। সোমবার গভীর রাত ৩টা ৫০ মিনিটে বহদ্দারহাট এলাকার রেক্স হোটেল থেকে তাদের গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আফতাব উদ্দীন জানান, গোপন খবরের ভিত্তিতে বহদ্দারহাটের রেক্স হোটেলে অভিযান চালানো হয়। সেখানে অসামাজিক কাজে লিপ্ত থাকায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সিএমপি অধ্যাদেশ ৭৬ ধারায় নন-এফআইআর প্রসিকিউশন দাখিল করা হয়েছে।


