সংবাদ বিজ্ঞপ্তি: হাটহাজারীর কাটিরহাট উচ্চ বিদ্যালয়ের জনপ্রিয় শিক্ষক প্রয়াত মিহির কান্তি শীলের স্মরণে রচিত স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল শুক্রবার (২১ ফেব্রুয়ারি ২০১৫) বিকেল ৩ টায় নগরীর স্টেশন রোডস্থ হোটেল সৈকতের পার্কি কনভেনশন হলে। অনুষ্ঠান সূচীর মধ্যে থাকছে বিকেল ৩টায় আমন্ত্রিত অতিথিদের রেজিস্ট্রেশন, সাড়ে ৩টায় স্মরণসভা “শ্রদ্ধায় স্মরণে মিহির কান্তি শীল”, বিকেল সাড়ে ৫টায় স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন ও গ্রন্থালোচনা এবং সন্ধ্যা সাড়ে ৭টায় বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষকদের ‘মিহির কান্তি শীল স্মৃতিপদক” ও সম্মাননা প্রদান। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের এ মহতী অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন স্মারকগ্রন্থের সম্পাদক অজয় শীল।